বাঁচার ক্রিয়াপদ
.............. ঋষি
=================================================
চুপচাপ কোনো আকাশের দিকে তাকিয়ে
হাতের চায়ের কাপে ,অসচ্ছন্দ শরীরে রবিবার লেখা থাকে।
সামনে পরে থাকা সপ্তাহ জুড়ে
বিশেষ মিছিল ক্রিয়াপদগুলো আসা যাওয়া করে।
সময় কেটে যায়
আমার হাতে খালি চায়ের কাপ।
আমার থাকা আর নাথাকাটা কোথাও হিসেব রাখে কি না জানি না
আসলে থাকা শব্দটা কোথাও মনোযোগ খোঁজে।
তাই দুপুরের ভাত ঘুমের পর বাইরের রৌদ্র মাখা দিনটা কামড়াতে আসে
বেড়িয়ে পরি দরজা খুলে ,জানলা খুলে।
পায়ের চটিতে ফুঁটে যায় বাঁচার নেশা
দৌড় আর দৌড় জীবনের পরে ভালো লাগে না কোনো সিরিয়াস আড্ডা
কিংবা চায়ের দোকানে না পাল্টানো রাজনীতি।
রবিবার যে স্বাধীনতা খোঁজে সাধারণ জীবনে
নিজের ইচ্ছার বালি ঘড়ি।
চুপচাপ কোনো রাস্তার দিকে তাকিয়ে
আলো ফুরোতে থাকে ,ফুরোতে আঙ্গুলের ফাঁকে আরেকটা জ্বলন্ত দিন।
এক বুক ধোঁয়া ছেড়ে আকাশের দিকে
সূর্যমামাকে টাটা বলি কারণ বুঝি আজকের অনিয়মটা চলে গেলো।
কাল থেকে আবার একটা দিন
সকালের সূর্য ,বাস ট্রাম আর বাঁচার ক্রিয়াপদ।
.............. ঋষি
=================================================
চুপচাপ কোনো আকাশের দিকে তাকিয়ে
হাতের চায়ের কাপে ,অসচ্ছন্দ শরীরে রবিবার লেখা থাকে।
সামনে পরে থাকা সপ্তাহ জুড়ে
বিশেষ মিছিল ক্রিয়াপদগুলো আসা যাওয়া করে।
সময় কেটে যায়
আমার হাতে খালি চায়ের কাপ।
আমার থাকা আর নাথাকাটা কোথাও হিসেব রাখে কি না জানি না
আসলে থাকা শব্দটা কোথাও মনোযোগ খোঁজে।
তাই দুপুরের ভাত ঘুমের পর বাইরের রৌদ্র মাখা দিনটা কামড়াতে আসে
বেড়িয়ে পরি দরজা খুলে ,জানলা খুলে।
পায়ের চটিতে ফুঁটে যায় বাঁচার নেশা
দৌড় আর দৌড় জীবনের পরে ভালো লাগে না কোনো সিরিয়াস আড্ডা
কিংবা চায়ের দোকানে না পাল্টানো রাজনীতি।
রবিবার যে স্বাধীনতা খোঁজে সাধারণ জীবনে
নিজের ইচ্ছার বালি ঘড়ি।
চুপচাপ কোনো রাস্তার দিকে তাকিয়ে
আলো ফুরোতে থাকে ,ফুরোতে আঙ্গুলের ফাঁকে আরেকটা জ্বলন্ত দিন।
এক বুক ধোঁয়া ছেড়ে আকাশের দিকে
সূর্যমামাকে টাটা বলি কারণ বুঝি আজকের অনিয়মটা চলে গেলো।
কাল থেকে আবার একটা দিন
সকালের সূর্য ,বাস ট্রাম আর বাঁচার ক্রিয়াপদ।
No comments:
Post a Comment