প্রাসঙ্গিক
.................. ঋষি
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==--=-==-=-=-=-
তোমার মতো আমি কথা বলতে পারি না
গ্লাসের কাঁচের ফাঁকে জমে থাকা গড়িয়ে নামা যন্ত্রনা।
আমি একলা থাকতে পারি না
প্রতিটা প্রাক্তন যদি অনিবার্য মৃত্যু হয়
তবে মৃত্যুর পর জীবন নীলকণ্ঠ।
সত্যি লিখতে গিয়ে আজকাল তোমাকে বলা হয় না
লাল রঙের সব হাতছানি।
তোমার হাতের কাঁচের চুঁড়ি বারংবার ভাঙে কিংবা রংবদল হয়
কিন্তু তুমি বদলাও না।
প্রতাটা প্রাক্তন জানে ফেলে আসা দিনের মানে
সেই লাল রঙের হাতছানি।
ফেলা আসা পথ আর প্রাসঙ্গিক হৃদয়
গড়িয়ে নামা কাঁচের ফাঁকে নামতে থাকা।
তোমার মতো আমি কথা বলতে পারি না
কিংবা পারি না তোমার মতো বলতে একটা কমন ফ্যাক্টর।
আকাশের দিকে টাকাও
সে নীল রং ,গোল গোল স্বপ্নের ফানুসে কিছুটা সংসার ইচ্ছার
প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা।
.................. ঋষি
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==--=-==-=-=-=-
তোমার মতো আমি কথা বলতে পারি না
গ্লাসের কাঁচের ফাঁকে জমে থাকা গড়িয়ে নামা যন্ত্রনা।
আমি একলা থাকতে পারি না
প্রতিটা প্রাক্তন যদি অনিবার্য মৃত্যু হয়
তবে মৃত্যুর পর জীবন নীলকণ্ঠ।
সত্যি লিখতে গিয়ে আজকাল তোমাকে বলা হয় না
লাল রঙের সব হাতছানি।
তোমার হাতের কাঁচের চুঁড়ি বারংবার ভাঙে কিংবা রংবদল হয়
কিন্তু তুমি বদলাও না।
প্রতাটা প্রাক্তন জানে ফেলে আসা দিনের মানে
সেই লাল রঙের হাতছানি।
ফেলা আসা পথ আর প্রাসঙ্গিক হৃদয়
গড়িয়ে নামা কাঁচের ফাঁকে নামতে থাকা।
তোমার মতো আমি কথা বলতে পারি না
কিংবা পারি না তোমার মতো বলতে একটা কমন ফ্যাক্টর।
আকাশের দিকে টাকাও
সে নীল রং ,গোল গোল স্বপ্নের ফানুসে কিছুটা সংসার ইচ্ছার
প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা।
No comments:
Post a Comment