Thursday, June 16, 2016

বৃষ্টির সাথে

বৃষ্টির সাথে
.................. ঋষি
================================================
বৃষ্টির সাথে কটা কথা ছিল
সময় বিশেষে আকাশের মেঘে এমন কিছু ব্যাথা ছিল।
যে চিরদিন আকাশ থেকে মাটিতে নামতে চাইছিল
আর চাইছিল একটা অদ্ভূত ঘ্রাণ।
চুপচাপ রিনিঝিনি একা বলে গেল
যে  কথা বৃষ্টি আমাকে ভিজিয়ে।

বৃষ্টির জন্য কিছু কথা ছিল
হঠাত দমকা হওয়া চলন্তিকা তোর ভিজে আঁচলে আজ অন্যমনস্কতা।
তুই আকাশের দিকে তাকিয়ে থাকিস
তুই আকাশের কাছে  ভিজতে থাকিস।
এই বৃষ্টি চিরকাল
চিরদিন নিজের মত যাচ্ছেতাই কোনো অধ্যায়।
আলো আঁধারি মেঘ ভেঙ্গে চলন্তিকা এখন আকাশ লাল
অপেক্ষা শুধু কাছে আসার।
বৃষ্টি একলা কি আর ইচ্ছে করা যায়
কিন্তু জানিস বৃষ্টিতে একলাই  ভেজা যায়।

বৃষ্টির সাথে কটা কথা ছিল
মেঘ ভাসানো কোনো ভেজা মাটির ঘ্রাণে।
বৃষ্টিকে অনেক কিছু বলা ছিল
বলা হলো না কারণ সব মেঘে বৃষ্টি পরে না চলন্তিকা।
আর যে মেঘে বৃষ্টি হয়
সে কথা শোনে না ,নিজের ইচ্ছেতে ভিজিয়ে যায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...