কথা হবে না
............. ঋষি
============================================
কথা বলবি না
বেশ দেখি কতক্ষন তোর অভিমানী চোখ।
নিরাদ্দেশ থেকে নিজের ভিতরে খোঁজা চেনা দুটো চোখ
আছে, ছিল ,থাকবে চিরকাল।
সময় বদলাবে ,বদলাবে বসন্ত অন্য কোনো দিনে
হয়তো বৃষ্টি হবে ,কিন্তু কথা হবে না।
বেশ কথা হবে না
শহরের অলিগলি চেনা ক্যানভাসে মানুষের ব্যস্ততা।
দৃশ্য বদল হবে
বদল হবে কোনো ইতিহাস অনন্য রক্তকণিকায়।
বদলাবে দিন এই আশায়
তবু যদি কথা না হয় ,তবু যদি লুকোনো থাকে অভিমানী চোখ।
দু একফোঁটা বাস্প শুকিয়ে যাবে গলায়
দু চার ফোঁটা মুহূর্ত স্মৃতি চোখের ধারায়।
শহর জুড়ে কোনো চেনা পথে হাঁটতে থাকবি তুই
আর আমি লিখবো তোকে ,আমার কবিতায় তুই।
কথা বলবি না
বেশ দেখি কতক্ষন তোর এই অভিমানী মেঘ।
বিশাল আকাশের বুকে সংরক্ষিত অসংখ্য টুকরো টুকরো আশা
জমা কার্বন কালি জীবনে হাতে পায়ে।
কিছু বদলাবে ,কিছু বদলাবে না কোনসময়
তোর এই কথা না বলা আর আমার কবিতা।
............. ঋষি
============================================
কথা বলবি না
বেশ দেখি কতক্ষন তোর অভিমানী চোখ।
নিরাদ্দেশ থেকে নিজের ভিতরে খোঁজা চেনা দুটো চোখ
আছে, ছিল ,থাকবে চিরকাল।
সময় বদলাবে ,বদলাবে বসন্ত অন্য কোনো দিনে
হয়তো বৃষ্টি হবে ,কিন্তু কথা হবে না।
বেশ কথা হবে না
শহরের অলিগলি চেনা ক্যানভাসে মানুষের ব্যস্ততা।
দৃশ্য বদল হবে
বদল হবে কোনো ইতিহাস অনন্য রক্তকণিকায়।
বদলাবে দিন এই আশায়
তবু যদি কথা না হয় ,তবু যদি লুকোনো থাকে অভিমানী চোখ।
দু একফোঁটা বাস্প শুকিয়ে যাবে গলায়
দু চার ফোঁটা মুহূর্ত স্মৃতি চোখের ধারায়।
শহর জুড়ে কোনো চেনা পথে হাঁটতে থাকবি তুই
আর আমি লিখবো তোকে ,আমার কবিতায় তুই।
কথা বলবি না
বেশ দেখি কতক্ষন তোর এই অভিমানী মেঘ।
বিশাল আকাশের বুকে সংরক্ষিত অসংখ্য টুকরো টুকরো আশা
জমা কার্বন কালি জীবনে হাতে পায়ে।
কিছু বদলাবে ,কিছু বদলাবে না কোনসময়
তোর এই কথা না বলা আর আমার কবিতা।
No comments:
Post a Comment