Thursday, June 30, 2016

ওই কালোমেয়ে

ওই কালোমেয়ে
............... ঋষি
================================================
ওই কালোমেয়ে
কি দেখছিস ,নিজের বুকের দিকে ?
যন্ত্রনা !
শব্দের ঘোরে মাথার ভিতর ফিরে আসছে বারংবার
শালা খানকি ,না বাড়িতে শান্তি না বাইরে।

তোর ঠোঁটের কষ বেয়ে রক্ত
এমন করে মরদের দিকে তাকিয়ে থাকিস মনে হয় সদ্য তোলা মাছ।
কি চায় মরদ ?
বুঝতে চেষ্টা করিস ,সাধ্যমত তুলে দিস ফল ,পাকুড়  ,নৈবেদ্য।
তারপর ধুপ ধুঁনোতে পুজো।
তোর শরীরে ভাঁজে জমতে থাকে নিয়মের দাগ
তোর জন্মদাগে ঢুকে যেতে  থাকে আরেকটা জন্ম।
তবু শান্তি নেই ?
শালা খানকি ,শুধু নাটক করিস ,অন্য ভাতার পেলি নাকি ?
একটু বোঝো না তোর  পেটে কেউ ।

ওই কালোমেয়ে
কি দেখছিস,নিজের উরুর ভাঁজের দিকে চেয়ে ?
যন্ত্রনা !
গুমড়ে উঠছে কান্না গলার কাছে ,রক্তের বন্যা
মরদের স্বপ্নে তখন তুই ন্যাংটো মেয়েছেলে।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...