Wednesday, June 22, 2016

মিসেস পরকীয়া


মিসেস পরকীয়া
............ ঋষি
================================================
মিসেস পরকীয়া নামটা আজকাল সকলের প্রিয়
কেন ,কেন এই কথা বললেন ?


জেন্টেলমেন মহাশয় হাসতে হাসতে বললেন
হাত বাড়ালে মোয়া পাওয়া যায়।
কি যে যাতা  বলেন
মানে বুঝি নি।মিসেস পরকীয়া জায়গা বদল করলেন।
.
কিন্তু গভীরতায় কি থাকে ?
নিজের গভীরে লুকোনো দুঃখগুলো ছুঁয়ে দিয়ে যদি কেউ মলম দেয়
সেটা কি পরকীয়া ?
মিসেস পরকীয়া হাসলেন স্পর্শ মানে কি জানেন জেন্টলমেন ?
খুব কঠিন প্রশ্ন।
আচ্ছা ধরুন আপনার স্ত্রী আপনার সাথে থাকেন
আপনি তাকে ছুঁতে পারেন ইচ্ছে মতো ,কথা বলতে পারেন।
কিন্তু ভাবুন ওটা শুধু পোশাকি
আসলে আপনার স্ত্রী অন্য কোথাও থাকেন ,অন্য কোনো পুরুষকে ছুঁয়ে।
কি যাতা বলছেন  ?
আসলে আমরা সামাজিক আর পরকীয়া অসামাজিক
কিন্তু হৃদয়  তাকে তো আপনি আর আপনার সমাজ বন্দী করতে পারে না।
.
মিসেস পরকীয়া সবাই তো আপনার মতো বেশ্যা হয় না
হাসি পাচ্ছে জানেন জেন্টলম্যান ,আপনি বেশ্যা শব্দের মানে জানেন না।
কারোর সাথে শরীরে শুলে সমাজ বলে বেশ্যা
অথচ সেই শরীরে আপনার ডিপোজিটে যদি থাকে ,
কিন্তু হৃদয়ের স্পর্শ গুলো অন্য কোথাও। কি বলবেন তাকে ?
জাতা জাতা জেন্টলম্যান মশাই উঠে গেলেন ।
.
পুনশ্চ :এই কবিতা নিতান্ত আমার ভাবনার প্রতিফলন। কারোর যদি খারাপ লাগে আমি আন্তরিক ভাবে দুঃখিত। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...