Tuesday, June 14, 2016

সামাজিক স্পর্শ

সামাজিক স্পর্শ
...................... ঋষি
=============================================
কোনো হারিয়ে যাওয়া হাওয়া
অসময় স্পর্শ করে বলে বোঝাপড়া দে না রে।
আবার কখনো বলে সামাজিক
সমাজ গড়ার চুক্তি করে মানুষের অভিনয়।
হাসি পায়
কিন্তু আমি কখনো কাঁদতে পারি না।

তুই কতটা অধিকার হবি ?
ঠিক কতটা সামাজিক হলে তোর মুখে প্লাস্টিক স্মাইল।
আর কতটা পাঁচিল দিয়ে গড়বি দুর্গ
আর কতটা অসামাজিক তুই নিজের কাছে।
জানি সবকিছু বলা যায় না
ঠিক তেমন সব জীবন ছোঁয়া যায় না।
অধিকার লাগে
কিন্তু একবার ভাবতো হাওয়ার অধিকার।

কোনো হারিয়ে যাওয়া হাওয়া
অসময় আদর করে বলে  একটা জীবন দে না রে।
তারপর তুমুল ঝড়
শুকনো পাতা ওড়ে ,গাছ ভাঙ্গে আর জীবন ভাসতে থাকে।
হাসি পায়
তুমুল ঝড়ে দেখা সেই সামাজিক স্পর্শ। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...