Friday, June 17, 2016

দেশজ সাবজেক্ট

দেশজ সাবজেক্ট
.................. ঋষি
=======================================================

ইতিহাস লিখতে বসে
দেশজ ক্ষয় খয়রাত ছেড়ে আর কিছু মনে আসে না।
এতো প্রাচীন একটা ইতিহাস ,স্বাধীনতা সংগ্রাম ,স্বার্থরক্ষার সন্ধি
সিকোয়েল বিশ্ব যুদ্ধ ,একাত্তরের মুক্তি যুদ্ধ ,ছিয়াত্তরের মন্বন্তর।
সব পেরিয়ে সেই চিরাচরিত ব্ল্যাক আউট
আর খিদের পৃথিবীর দংশন।

আবার যদি ইতিহাস ছেড়ে দেশের ভূগোল লিখি
আহ্নিক গতি ,বার্ষিক গতি ছাড়িয়ে আজকে অন্য একটা গতি খুব জনপ্রিয়
জীবন গতি।
জীবন বললেই মনে পরে যায় প্রান্তর
চাষভূমি ,বাস ভূমি ,শরীরের ভূমি সে আবার জীবন বিজ্ঞান
বাপরে প্রেম ,সম্পর্ক ,আরো কিছু।
ভূগোলে থাকি যা সবটাই জানা
আসলে বড়ো,বড়ো ফ্ল্যাট ,ছোট ছোট খুপড়ি ,হ্যাম তুমি আর ওহো ফর্মুলাতে
দেশ বড় অপ্রিয় শব্দ সেখানে।
স্বার্থের বাস বৃদ্ধিতে আজকাল আবহাওয়া বড়ো বিপর্জনক সংকেতে
আবহদপ্তরের খবর বৃষ্টি স্বাভাবিক নয় তাই খরা নিশ্চয়।
সমস্ত গগনচুম্বী সাদা পর্বতের গলতে থাকতে
ফোস্কা পড়ছে শহরে।

এইবার দেশের অঙ্ক,এই সাবজেক্টটা আমি বড়ো কাঁচা
জীবন মানে  সবটাই অঙ্ক ,আর জীবনের সাথে দেশ জুড়ে।
বার্ষিক সুদকষা,লাভ ক্ষতি হিসেবে যদি দেশের নাই বা দেখি
তবু খুব স্বাবাভিক,,,,, মূল্য আর রোজকার বাঁচার  ট্যাক্স বৃদ্ধি।
সবশেষে দেশ সম্বন্ধে বলতে গেলে ইচ্ছে করে বলতে
এক শূন্য নয়তো দশমিকে আমরা। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...