Saturday, June 11, 2016

পুরনো বারান্দা

পুরনো বারান্দা
................. ঋষি
================================================
পুরোনো বাড়ির কোনো জড়িয়ে ওঠা বারান্দা
অস্তিত্ব বাঁধতে গেলে ,বাঁচতে হবে।
কোনো বাউলের একতারাতে কোনো ভিনদেশী রাত
বিদেহী বিকেলের কাছে মানুষের সংবাদ।
প্রস্তুত জীবনের ভিতে
কয়েকশো ভাঙ্গা ,নড়বড়ে  ছাদ।

দুঃখ করছি না ,আয়না খুঁজছি
বারান্দার উপর দাঁড়িয়ে পৃথিবী দেখছি আর আকাশ।
নিজের ফাঁকে আটকানো আকাশের
আর মাটির কেমন একটা তফাৎ ,আকাশের উড়ন্ত পাখি।
মেঘ করছে জানি
এই বিকেলের আকাশে হাত বাড়িয়ে বৃষ্টি খুঁজছি।
খুঁজছি তোমাকে দুঃখ
সময়ের পারে বারান্দার খোলা হাওয়া।
সে তো প্রলোভন তোমার মত অনেকটা খোলা আকাশ
আমার বারান্দায়।

পুরোনো বাড়ির কোনো জড়িয়ে ওঠা বারান্দা
অস্তিত্ব ধরতে গেলে ,অঘটন।
পুরনো বারন্দার ঝোলানো রেলিঙে নড়বড়ে কিছু স্মৃতি
মেঘ হয়ে যায় মাঝে মাঝে আকাশের কাছে।
আর আমি বৃষ্টি হয়ে নামি
কিন্তু সে তো দুঃখ নয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...