Saturday, June 18, 2016

চেনা গন্তব্য

চেনা গন্তব্য
............. ঋষি
===============================================
অনেকগুলো বছর প্রাগৈতিহাসিক আছি
ধুলোর অনবরত ঝড় ছুঁয়ে  যাচ্ছে  অসঙ্গত অভিযোগ জুড়ে।
কাকে যেন  বলে ছিলাম
জীবন মানে পাশ ফিরে দেখা এক বালিশ দূরত্ব।
কিংবা সিগারেটের নিকোটিন ঠোঁটে
বেঁচে থাকা।

ছাদের কার্নিশে দাঁড়িয়ে ঠিক যেমন গভীরতা দেখা যায়
ঠিক তেমন করে জীবন দেখতে অভ্যস্ত সকলে।
কিন্তু সেখান থেকে ভাসবার সাহস
কজনের আছে ?
প্রাগৈতিহাসিক সময়ের সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে ওঠার পর
এস্কেলেটরে নামতে নামতে নিজের পাবার অভিজ্ঞতা
জীবনের সম্বল।
হাসিস না সময় তোকে মানায় না
প্রাগৈতিহাসিক সময় বদলে গেলো
অথচ আমি সেই সবুজ সম্বল।

অনেকগুলো বছর প্রাগৈতিহাসিক আছি
গায়ের উপর শেওলার মতো অসংখ্য আস্তরণে জীবন।
কাকে যেন বলেছিল
জীবন মানে এককথায় হলো যাপন।
কিংবা কোনো অসীম যাত্রা
যার শুরু আছে কিন্তু আছে অপেক্ষা চেনা গন্তব্যের । 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...