Wednesday, June 1, 2016

বৃষ্টি হোক

বৃষ্টি হোক
.............. ঋষি
================================================
যখন খিড়কির উপরে ব্যারিকেড দেওয়া থাকে
তখন চলন্তিকা ফর্সা হাসি মানে তোমার সরু কোমড়।
যখন সূর্যমুখীর ক্যামেরা স্ট্যানডার্ড হয়
তখন চলন্তিকা কুঁচকে যাওয়া দশ ইঞ্চি বারুদ।
যখন অনুরণন মানে কাঁপতে থাকা প্রেম
তখন চলন্তিকা প্রেম মানে ভিজে তোমার উরু।

এই সব আমিষমাখা  সদা আলাদা পশ্চার
শেষ কাতলার পেটিটা সর্ষে হবে না পাতলা ঝোল।
চলন্তিকা এই সব উত্তর প্রশ্ন থাক
শহরের ঈশানকোনে নির্বাক মেঘগুলো আজ আমার পাঁজরে বন্দী।
বড় বড় বিজ্ঞাপনি হোডিং আর বিছানার চাদর
চলন্তিকা সবটাই বেঁচে থাকার যাপন।
তবু বৃষ্টি আসছে
নির্বাক মেঘেদের সাথে আমার বন্ধুত্ব ফাঁকা রাস্তায়।
ফাঁকা শহরে আমি ভিজবো কখনো একলাই
কিন্তু তুমি তখন ক্যাট ওয়াকে আকাশের মেঘে।

যখন ছাদের উপর আকাশ নীল  চাদর
তখন চলন্তিকা ফর্সা হাসি মানে  তোমাকে পাওয়ার লোভ।
যখন পারিজাত কোনো আকাশ পরীর কাব্য
তখন  বর্ষা দিনে চলন্তিকা ভিজে তুমি।
যখন অনুরণন মানে কাঁপতে থাকা ঠোঁট
তখন আমার চুমু রোজ বৃষ্টি হোক।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...