Saturday, June 25, 2016

পুরুষের কবিতা

পুরুষের কবিতা
.................. ঋষি
===============================================
কী চেল্লামিল্লি ! কী চেল্লামিল্লি !
কাকে যেন বলতে শুনলাম কবিতা লেখা মেয়েদের কম্ম।
আর ছেলেদের কবিতাকে বলি ফুঁ !
হাসি পায়   মশাই কবির আবার  মেয়ে আর ছেলে
হাসি পায় মশাই কবির আবার জন্ম
কবি নিজেই জন্ম আর নিজেই মৃত্যু ,একাকী ঈশ্বরের দরজায়।

দরজা খুললে  জীবন জাগ্রত হয়
আরো আলো এসে পরে পথের উপর অসংখ্য না বলা মানুষের মুখ বন্দী।
অসংখ্য লিফলেটে ছড়ানো আগুন
কোনটা প্রতিবাদ ,দেশ ,সমাজ ,রাজনীতি,মহামান্য অপরাধ ,
সবটাই কবিতা হয়ে যায় যখন
কবিতার আবার ছেলে আর মেয়ে।
আমি কোনো অগ্রজ কবির মতো বুক ফুলিয়ে লিখতে পারি না বিধান
শুধু বলতে পারি কবিতা হলো বেঁচে থাকা
কবিতা আকাশে লেখা হয়
আর কবিতার জন্ম তখনি সার্থক যখন জীবন কবিতা হয়

কী চেল্লামিল্লি ! কী চেল্লামিল্লি !
কাকে যেন বলতে শুনলাম প্লিজ  পুরুষ-কুল।
আপনারা কবিতা লেখা ছেড়ে দিন !
আমার চোখে বড় লাগে !
হাসি পায় মশাই শুধু বলতে ইচ্ছে করে চোখ বন্ধ করুন
পুরুষ কবিতা লিখছে চোখ খারাপ হবে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...