Saturday, June 11, 2016

অসামাজিক

অসামাজিক
............... ঋষি
=============================================
চোখের সামনে ভাসতে থাকে সমলোচনা
সমসাময়িক তুমি দ কোনো চাদরের গায়ে।
বুকের ভিতর ঢুকে আছ তুমি
মন যে পা বাড়ায় ,এগিয়ে যায়।
পাতা ঢাকা শহরের বুকে লুকোনো কোনো খাদে
আমি তখন অন্য কোথাই ।

আবছায়া জলরেখা, ক্ষত,অশ্রুধারা
নিয়মিত অভিযোজনে তুমি কোনো ক্ষনকালীন  দূরত্বের দুর্বলতা।
এই সব আমি ভাবতে চাই না
তবু কেন এই দুপুরের গায়ে লেগে আছি প্রাচীন বলিরেখা।
সূর্যের সরানো দিন
আর পুড়ে যায় আর পুড়তেই থাকে কোনো নিয়মিত সামাজিক।
আর আমি সূর্যের গায়ে লেগে থাকা দাগ
অসামাজিক।

চোখের সামনে ভাসতে থাকা খিদের পৃথিবী
প্রেম ,পুন্য ,ত্যাগ সব ব্যাকরণে লেখা অন্য  জগৎ।
বুকের ভিতর ,সময়ের কাঁটায়  দাঁড়িয়ে তুমি
আমার ব্যর্থতায় ,চেনা কোনো দিন স্বাবাভিক।
সবটাই পুড়ে যায় একলা দুপুরে
একটা চেনা ব্যাথা ,কোনো চেনা দরজায়।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...