Wednesday, June 22, 2016

সবটাই শরীরী


সবটাই শরীরী
............. ঋষি
=====================================================
নিজেকে প্রশ্ন করেছো কখনো " সমাজ "
কোনো দলিত প্রজন্মের ইঁট ভাঁটার গতর খাটা  মেয়ে
কারো চোখে লালায়িত শরীর।
নিভে যাওয়া আলো থেকে অন্ধকারের ক্রমশ বিলীন একটা সদ্য জন্মানো ভ্রুন
কখন যেন মরতে মরতে নারী হয়ে যায়
তারপর ,তারপর যদি সে দলিত হয় তবে তো সবটাই ,, শরীরী।

আহত হলাম জানো
দলিত কালো মেয়ে খিদে ভেজাচ্ছে কোনো ইটভাঁটার বীর্যের কামার্ততার।
না সেই মেয়ে ৪৭ কিংবা ৩৭ অথবা ৭ হলেও ক্ষতি নেই
সত্যি বলতে কি আমি আরো আহত হলাম ভেবে
সমাজ তুমি সবটাই জানো।

যখন কোনো নারীকে তোমরা ডাইনি সাব্যস্ত করো
যখন কোনো অফিস ফেরত নিত্য খিদেকে তোমরা বাজে মেয়ে সাব্যস্ত করো।
যখন কোনো সন্তান না হওয়া নারীকে বাজা বলো
যখন কোনো পথ চলতি যুবতী শরীরকে চোখে গেলো।
একবার ,অন্তর একবার কখনো কি ভেবেছো
সেও জীবিত ,তারও একটা হৃদয় আছে শুধু যোনি নয়।
তারও একটা বাড়ি আছে ,আছে তার বেঁচে থাকার ইচ্ছা
আছে হাজারো সম্পর্ক শুধু শরীর ছাড়া।


নিজেকে প্রশ্ন করেছো কখনো " সমাজ "
যে মাটিতে তোমরা বীজবপন করো সেটা কি শুধু শরীর ?
তবে একবার প্লিস তোমার মাকে গিয়ে প্রশ্ন করো
মা তোমার জন্মদাগে কজন দাগ টেনে গেছে ?
কি লজ্জা করছে  , যদি নারীকে সন্মান না করতে পারো
তবে দয়া করে আজ থেকে তাকে ভোগ করো না। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...