Thursday, June 16, 2016

ঈশ্বরের নীরবতা


ঈশ্বরের নীরবতা
............. ঋষি
================================================
নিজের ফাঁকে তফাত খুঁজি
পাপ ,পূর্ণ ,শালীনতা ,নগ্নতা ,হুল্লোর ,নিস্তব্ধতা।
আদম আর ঈশ্বরের মাঝে অন্ধকারে শুয়ে
আমি নিজের দিকে তাকাই।
সমস্ত ভাবনাদের সাজিয়ে পৃথিবী তৈরী করি
আর হারিয়ে যাই।

কবে যে বিষ লেগে ছিল মানুষের পিতার
কবে  প্রথম ঔরসে ভেবেছিল কোনো সৃষ্টির রূপরেখা।
ঠিক কবে মানুষ আকাশ ছুঁয়ে ছিল
ছুঁতে চেয়েছিল প্রেম নিস্বার্থ কোনো যাযাবরের মত।
কবে ঈশ্বরের পায়ের ঘুঙরুতে
বেজে উঠেছিল ধ্বংসে সুর মানুষের মনে।
মানুষ কবে নিজেকে ভুলে অধিকার খুঁজেছিল অন্য হৃদয়
হৃদয় ছুঁয়ে ছিল প্রথমবার শুধুমাত্র শান্তিতে।  .
আজ সেই দিনগুলো ছুঁতে ইচ্ছে করে
ইচ্ছে করে ছুঁতে প্রতিটা প্রথমবার।

নিজের ফাঁকে তফাত খুঁজি
অধিকার ,সম্পর্ক,জন্ম ,মৃত্যু ,সুর ,অসুর।
আদি আর অনন্তের ফাঁকে আমি খুঁজতে থাকি দেবদূত
একবার নিজেকে পাবো বলে।
অনন্ত ঈশ্বরের কোনো দীর্ঘজীবী আগামী মৃত্যুতে বিলীন
কিন্তু ঈশ্বর উত্তর দিলেন না বেঁচে থাকার।



No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...