Friday, June 24, 2016

মেয়ে বলে কথা

মেয়ে বলে কথা
................. ঋষি
===========================================
কতগুলো অসুখের ওষুধ কই
কি ভট্টাচার্য মশাই মিষ্টি কই মেয়ে হলো যে সেদিন।
মুখে হাসি নেই কেন ?
দেবেন বিয়ে, তাই নিয়ে চিন্তা বরপণ ,নগদ ,মেয়ে বলে কথা।
আরে আমি চেতনা বলছি
একবার ভাবুন তো মেয়ে মানেই কি শুধু বিয়ে ?
.
কি ভট্টাচার্য মশাই শুনলাম নাকি আপনার মেয়ে সুন্দরী
দেখতে দেখতে বড়ো হয়ে গেলো বলুন।
কপালে ভাঁজ কেন ?
বিয়ে দিতে হবে বছরখানেক সময় হাতে।
কি ভাবছেন সুন্দরী মেয়ে ঘরে রাখা হ্যাপা
তাছাড়া আপনাদেরও বয়স বাড়ছে।
তারপর যা দিনকাল কি বলুন কে কখন দাগ দিয়ে যায়
তার থেকে পরের জিনিস আগে থেকে বিদায় করাই ভালো ।
.
আরে আমি চেতনা বলছি
একবার ভাবুন মেয়ে তো চাকরী করতে পারে।
কিংবা ধরুন কাউকে তো আপনার পেয়ে  ভালোবাসতেও পারে
এমনও তো  হতে পারে মেয়ে সারাজীবন বিয়েই করলো না।
কি বললেন যাতা বলছি
আপনার বংশে কোনো মেয়ে এমন করে নি।
কিন্তু ভাবুন দিনকাল
সময় তো বদলেছে আর কতকাল প্রাচীন ফসিল আগলে থাকবেন।
.
কতগুলো অসুখ নিতান্ত মানসিক
ভট্টাচার্য মশাই শুনুন মেয়ে হয়েছে বলে দুঃখ কই ?
আজকাল ছেলে ,মেয়ে কেউ আলাদা নয়
আর মেয়ে মানে বিয়ে ,শ্বশুর বাড়ি ,সংসার ,সন্তান নয়।
কিংবা আপনার মেয়েরও স্বপ্ন থাকতে পারে
তাই হাসিমুখে থাকুন ,মেয়েটাকে আগে বড়ো হতে দিন। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...