Sunday, June 19, 2016

মহান ভারত

মহান ভারত
............. ঋষি
===========================================
অর্জুনের চোখ আটকে মাছের গায়ে
আর মাছ সে লাফাচ্ছে আর সরে যাচ্ছে।
কি হবে ?
লক্ষ্য স্থির ,মুহূর্তের লেগে থাকা অধিকার পাঞ্চালী দাঁড়িয়ে।
ছুঁটে গেলো হাতের তীর
হাততালি লক্ষ্যভেদ।

গল্পটা সবাই জানি
মানে দ্রৌপদী আরে দ্রুপদের কন্যা পাঞ্চালী।
কিন্তু পাঞ্চালী কেন ?
সম্পূর্ণ অর্জুনের  নয় কেন ?
কেন এই অধিকারে ভাগ ? হাসছেন ?
 কুন্তী  বলেছেন তুমি পাঁচ জনের ভাগে
হা পাঞ্চালী। এও সম্ভব।
পাঞ্চালীর প্রেম পুরুষ অর্জুন,অর্জুনের অধিকার পাঞ্চালী
অথচ সময়ের হাসি।
তুমি না ঘরের না বাইরের ,না একার অর্জুনের
তুমি সময়ের।

অর্জুনের চোখে তখন আটকে আছে মাছ
আর মাছ লাফাচ্ছে আর সরে যাচ্ছে।
বদলাতে হবে মহান ভারত
পাঞ্চালী জানে পরিনাম ,তাই মনে প্রাণে চাইছে লক্ষভ্রষ্ট হোক।
ছুঁটে গেলো হাতের তীর
হাততালি পাঞ্চালীর ,লক্ষভ্রষ্ট। এইবার সময় সামলাও। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...