Thursday, June 9, 2016

হ্যা ম্যাডাম আপনাকে , তোমাকে

হ্যা ম্যাডাম আপনাকে , তোমাকে
.............. ঋষি
===============================================
নিজের চশমা খুলে রেখেছো পাশে
তোমাকে বলছি ,হ্যা ম্যাডাম আপনাকে বলছি।
প্রতিটা যুদ্ধবিমানের আকাশ শান্তি খোঁজে
কিন্তু তবু ধ্বংস কারণ।
মানুষ কখনো হৃদয় খোঁজে নি
খুঁজেছে শুধু নিজেকে বাঁচাবার তত্বতলাশ ।

এই সব কিতাবী ভাষা
জানি ম্যাডাম ,হ্যা তোমাকে বলছি  ঢুকবে না তোমার মাথাতে।
কোনো সম্পর্ক কখনো ললিপপ খাই নি
খাই নি কোনো অনাবৃত জন্মস্থান নিদারুন পাপে কিংবা গভীর দুঃখে।
হ্যা ম্যাডাম ,তোমাকে বলছি সম্পর্ক কারণ খোঁজে
খোঁজে নিজেদের অস্তিত্বের তফাৎ।
কাঠবেড়ালির মত সম্পর্ক গাছ চড়তে পারে
কিংবা নামতে পারে বিক্রির মত নিচে।
কিংবা খবর
আজকাল বোধ হয় খবর পড়েন না আপনি
কিংবা খবর পড়িস না তুই বাঁচার লজ্জায়।

নিজের চশমাটা খুলে  রেখেছো পাশে
চশমার পাওয়ার বেড়েছে বোধহয় কিংবা কমেছে।
আসলে তুমি ,হ্যা আপনি ম্যাডাম একটা রিলিফ ক্যাম্প খুঁজছেন
বাঁচার আশায় ,বাঁচাবার আশায়।
কিন্তু মানুষ কখনো বাঁচতে চাই নি সম্পর্কে
যেখানে প্রেম নেই ,নেই শান্তি ,আছে যুদ্ধবিমানের ছড়ানো দৈনন্দিন। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...