হা গণতন্ত্র
............... ঋষি
====================================================
সাম্যের দোহাই দিয়ে গণতন্ত্রের নাকে নথ
সর্বত্র ত্রাসের ফাঁকে শুয়ে থাকা তাসের ঘর।
মানুষ যেখানে যাপনে ব্যস্ত
আর দিনগোনা সময়ের ফুরোনো আয়নায় অনন্য মুখোসের সাক্ষী।
ঘুমিয়ে থাকা ইতিহাসের বুকে জ্বলন
নিজস্ব মৃতদেহের সাথে কয়েকশো ভোল্টের পুড়ে চলা ।
আসলে সত্যি কথা বলতে নেই
চলন্তিকা জিজ্ঞাসার সুরে আমার দিকে তাকিয়ে থাকে।
আর আমি অন্ধকার আকাশের সাক্ষী হয়ে খুঁজি সময়ের মুখ
খুঁজি সময়ের গনতান্ত্রিক প্রক্রিয়ার সত্যি রূপ।
কি থেকে শুরু করি বুঝতে
যে সময় তেলে ভাজা করা কোনো মানুষের জীবনের সার্থকতা।
যে সময়ের কয়েকহাজার বেকার যুবক আজ কোথাও ডিপ্রেশানে
যে সময়ে আয়ের সীমানা লোভকে ছাড়িয়েছে।
যে সময় কোনো নারী আজও লজ্জায় নারীত্বে
যে সময় সদ্য জন্মানো শিশু জানে না তার পরিচয়।
যে সময় গণতন্ত্র ভয়ংকর ধর্ষকের ভূমিকায়
নিজস্ব কৌশলে কৌশলী
সময়ের দোহাই দিয়ে চলন্তিকা সময়ের নাকে নথ
সময় পেরোনো অযুত নিযুতে অজস্র মানসিক ক্ষোভ নিজেদের গন্ডীতে।
সব কথা তো আর লেখা যায় না
চলন্তিকা কৌরব রাজসভায় পান্ডবরা সকলে গণতান্ত্রিক মুখ।
আর পাঞ্চালী কোথাও সময়ের মত ক্রমশ লজ্জায়
হা গণতন্ত্র , সে তো এখন অন্ধকার প্রক্রিয়ায়।
............... ঋষি
====================================================
সাম্যের দোহাই দিয়ে গণতন্ত্রের নাকে নথ
সর্বত্র ত্রাসের ফাঁকে শুয়ে থাকা তাসের ঘর।
মানুষ যেখানে যাপনে ব্যস্ত
আর দিনগোনা সময়ের ফুরোনো আয়নায় অনন্য মুখোসের সাক্ষী।
ঘুমিয়ে থাকা ইতিহাসের বুকে জ্বলন
নিজস্ব মৃতদেহের সাথে কয়েকশো ভোল্টের পুড়ে চলা ।
আসলে সত্যি কথা বলতে নেই
চলন্তিকা জিজ্ঞাসার সুরে আমার দিকে তাকিয়ে থাকে।
আর আমি অন্ধকার আকাশের সাক্ষী হয়ে খুঁজি সময়ের মুখ
খুঁজি সময়ের গনতান্ত্রিক প্রক্রিয়ার সত্যি রূপ।
কি থেকে শুরু করি বুঝতে
যে সময় তেলে ভাজা করা কোনো মানুষের জীবনের সার্থকতা।
যে সময়ের কয়েকহাজার বেকার যুবক আজ কোথাও ডিপ্রেশানে
যে সময়ে আয়ের সীমানা লোভকে ছাড়িয়েছে।
যে সময় কোনো নারী আজও লজ্জায় নারীত্বে
যে সময় সদ্য জন্মানো শিশু জানে না তার পরিচয়।
যে সময় গণতন্ত্র ভয়ংকর ধর্ষকের ভূমিকায়
নিজস্ব কৌশলে কৌশলী
সময়ের দোহাই দিয়ে চলন্তিকা সময়ের নাকে নথ
সময় পেরোনো অযুত নিযুতে অজস্র মানসিক ক্ষোভ নিজেদের গন্ডীতে।
সব কথা তো আর লেখা যায় না
চলন্তিকা কৌরব রাজসভায় পান্ডবরা সকলে গণতান্ত্রিক মুখ।
আর পাঞ্চালী কোথাও সময়ের মত ক্রমশ লজ্জায়
হা গণতন্ত্র , সে তো এখন অন্ধকার প্রক্রিয়ায়।
No comments:
Post a Comment