Tuesday, June 14, 2016

কবির মৌনতা

কবির মৌনতা
............. ঋষি
===============================================
কবিকে দিয়ে যাবি এক গলা মৌনতা
এক হাঁটু জলে দাঁড়িয়ে সময় খুঁজবে কবি।
আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখবে না বলা
শুধু দাঁড়িয়ে থাকবে।
এক হাঁটু স্বপ্ন আর বাস্তবের কাদাতে
কবিতা আঁকবে দৈনন্দিন আকাশের চাঁদ।

শুধু ক্যানভাসে কবিতা হয় না
দু  ,একফোঁটা রক্ত কবিতার খাতায় নিজের মত গড়ায়।
সবাই আশা করে
কবিতা সত্যি বলুক ,কবিতা সময় লিখুক ,কবিতা সমাজ গড়ুক
কবিতা আন্দোলন আনুক ,কবিতা মানুষ বানাক ,কবিতা হৃদয় গড়ুক।
কিন্তু কবিতা সে যে কবির রক্ত
দৈনন্দিন স্পন্দনে অসংখ্য সিম্ফনিদের নীল  আকাশ।
যেখানে কবি একলা
কিন্তু কবিতা পোশাকি নয় ,মানুক পোশাক পরে
কবিতা যে ভীষণ নগ্ন কবি হৃদয়ে।

কবিকে দিয়ে যাবি এক গলা মৌনতা
নীল আকাশের গায়ে বর্ণের অদ্ভূত উচ্চারণে সময়  স্তব্ধ।
ঠিক প্রথম সূর্য দেখার মত কবিতা
কবি হৃদয়ে নীল আকাশের যত্ন।
কিন্তু এক হাঁটু কাঁদা নিয়ে কবি হেঁটে যায় কবিতার পথে
তখন তার হাতে থাকে সময়ের অভিশাপ আকাশের চাঁদ নয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...