Thursday, June 30, 2016

স্বপ্নের বাড়ি

স্বপ্নের বাড়ি
.............. ঋষি
===============================================

একটা বাড়ির স্বপ্ন দেখছি
অনেকেই দেখে চারদেওয়াল মাথার উপর ছাদ।
কিন্তু চলন্তিকা এই বাড়িটা এমন নয়
এটা হলো আকাশের বাড়ি ,আকাশের গায়ে
যার খোলা ছাদে শুধুই আকাশ।

ঢুকে পড়লাম স্বপ্নে
দরজা খুলে সামনে দাঁড়িয়ে আছি বাড়িটার।
ঢুকে পড়লাম দরজার ওপাড়ে আকাশের অধিকারের মতো
দরজার বাইরে দেখছি স্মৃতিরা ছড়িয়ে।
একপাশে আমি ,অন্য পাশে আমার মতো কেউ বাইরে দাঁড়িয়ে
অবাক হলাম।
আমিও ছিলাম সেখানে এতদিন
আরো অবাক হলাম তোমাকে দেখে  চলন্তিকা
তুমি তখন আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছো।

একটা বাড়ির স্বপ্ন দেখছি
অনেকেই দেখে চারদেওয়াল আর আমি তুমি।
কিন্তু এই বাড়িটা এমন নয়
এই বাড়িটার খোলা আকাশে অজস্র ইচ্ছার বাস সময়ের বাইরে
পাশ ফিরে দেখি চলন্তিকা তুমি আমার কাছে দাঁড়িয়ে। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...