Saturday, June 11, 2016

সম্পর্কে আছি

সম্পর্কে আছি
..................... ঋষি
==============================================
অনেকটা আগুন নেই
অনেকটা সময়।
সম্পর্ক যখন ঢুকতে চেষ্টা করে নিজের ভিতর
তখন হাতের স্লেটে কপালে আঁকে বলিরেখা।
চিত্কার করে দরজা খোলো গো
মাঝরাতে অকারণে আঁকড়ে ধরে বিছানার বালিশ।

সমস্ত ফাঁকা আওয়াজে
সম্পর্ক একটা মেজাজ তৈরী করে।
হয়তো প্লাস বা মাইনাসে চশমার ফাঁকে ধুলো জমতে থাকে
মাঝবয়সী আস্তরণ গুলো বড্ড শারীরিক।
সম্পর্ক জীবন খোঁজে জীবিতের ফাঁকে
তারপর সাইরেনে বাজতে থাকে জগতে রহো অধিকার।
ঘুম ভেঙ্গে  যায় মাঝরাতে
নিজের পিঠ নিজেই চাপকে বলা
এই তো আমি সম্পর্কে আছি।

অনেকটা আগুন জ্বালাতে হবে
ঠোঁটের বারুদের স্তুপে হৃদয়গামী শেষ লোকালের শেষ ভো।
সম্পর্ক অভিনয় করে
শেষে দাঁড়ায় নাচতে না জানলে উঠোন ব্যাঁকা।
সম্পর্ক উঠে দাঁড়ায়
আর দৌড়ে পালায় বাঁচার আশায় প্রতিক্ষণে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...