Saturday, June 25, 2016

মোর ভাবনারে

মোর ভাবনারে
.............. ঋষি
=============================================
কাকে ভুল প্রমান করবে চলন্তিকা
মানুষের মতো ,মানুষের মুখে অসংখ্য আঁচড়।
জীবনদের আলাদা করে সাজিয়ে প্লাস্টিক গিফটকাগজে মুড়ে
হরেক রকম ফেরি।
কিভাবে ভুল প্রমান করবে চলন্তিকা
আমি সময়ের বাইরে হাঁটতে শিখে গেছি।

আজ সকালে আফটার শেভিং ক্রিমের মতো
তোমার অতি প্রিয় ছোট জানালায় দুলতে থাকা লাভিং বার্ড গুলো।
মুখ ঘষে চলেছে সমানে
সমান তালে নিজেদের মধ্যে বোঝাপড়ায় আলাদা পৃথিবীতে।
আমি তখন মুখের নিয়মিত দাঁড়িগুলোতে ব্লেড লাগালাম
এক ঝটকায় ইচ্ছে করছিল বদলে যায়।
ঠিক তখনি FM এ শুনতে পেলাম রবি বাবুর ঘাম
মোর ভাবনারে  কি হাওয়ায় মাতালো।
অদ্ভুত
কি ভাবলাম ,কি ভাবছি আর কেন।

কাকে ভুল প্রমান করবে চলন্তিকা
মানুষের মতো ,মানুষের মুখে লুকিয়ে থাকা অনুভূতি।
জীবন যেখানে অদ্ভুত কৃত্ৰিমতায় বদলানো সাবজেক্ট
আর পুরোনো অভ্যেস।
সকালে চান করেছিলাম রাতেও করবো
কারণ বহুচেষ্টাতেও আমি ঠিক পরিষ্কার হতে পারি না।  

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...