নারী স্বাধীনতা
.............. ঋষি
====================================================
একটা সাইকেল দিও ,কিংবা
অশ্লীলতা ভেজা কোনো পরীনত নারী শরীর।
সারা ব্যারিকেড ভেঙ্গে
নিজের বুকের কাপড়ে সরিয়ে চুবিয়ে রাখবো পৌরুষের সমাজ।
কিংবা পালাবো সাইকেল চেপে কোনো নারীবাদ নয়
একমাত্র নারী স্বাধীনতার দিকে।
এই সমাজে দুটো ঘটনা নিয়মিত
এক ধর্ষণ কিংবা দুই হলো নারীত্বের যাপিত লজ্জিত জীবন।
কেন জানি আমার মনে হয়ে
আজকাল নারীরা শস্যের মাঠ আর সমাজ হলো চাষের লাঙ্গল।
কেন জানি মনে হয় আজকাল নারীর সবুজ জীবন সকলের প্রিয়
কিন্তু লালনের জন্য নয় ,শুধু নিয়মিত ব্যবহারে ।
সমাজ কে দায় দিলে চলবে শুধু দেখুন সব বুদ্ধীজীবিদের
তারা নারী শরীর লিখছেন ,বিক্রি করছেন ,আবার কিনছেন
নারীত্বের সার্কেল নির্দিষ্ট সামজিক রীতি।
তাইতো বললাম একটা সাইকেল দিও ক্রীং ক্রীং ঘন্টা বাজিয়ে
খবর ওয়ালার মত হাঁকতে হাঁকতে যাবো।
সমাজ তুমি হলে পশু ,পুরুষ তুমি হলে লিঙ্গ
আর নারী সে হলো সমাজের ভোগ লিঙ্গ ।
আরে একটা ব্যানার তো দরকার নারী পরিচয়ের
অনেক তো মা মা খেলা ,অনেক তোমাদের ঈশ্বরের রূপ।
অনেক তোমাদের প্রেমের কবিতা ,অনেক তোমাদের ভোগ বিলাস
এবার একটা সত্যি হোক।
বলো তো কে আমরা শুধু শরীর ? তোমার মা ? তোমার সম্পর্ক?
উত্তর যদি বেঁচে থাকা হয় তোমাদের তবে না নারী স্বাধীনতা।
.............. ঋষি
====================================================
একটা সাইকেল দিও ,কিংবা
অশ্লীলতা ভেজা কোনো পরীনত নারী শরীর।
সারা ব্যারিকেড ভেঙ্গে
নিজের বুকের কাপড়ে সরিয়ে চুবিয়ে রাখবো পৌরুষের সমাজ।
কিংবা পালাবো সাইকেল চেপে কোনো নারীবাদ নয়
একমাত্র নারী স্বাধীনতার দিকে।
এই সমাজে দুটো ঘটনা নিয়মিত
এক ধর্ষণ কিংবা দুই হলো নারীত্বের যাপিত লজ্জিত জীবন।
কেন জানি আমার মনে হয়ে
আজকাল নারীরা শস্যের মাঠ আর সমাজ হলো চাষের লাঙ্গল।
কেন জানি মনে হয় আজকাল নারীর সবুজ জীবন সকলের প্রিয়
কিন্তু লালনের জন্য নয় ,শুধু নিয়মিত ব্যবহারে ।
সমাজ কে দায় দিলে চলবে শুধু দেখুন সব বুদ্ধীজীবিদের
তারা নারী শরীর লিখছেন ,বিক্রি করছেন ,আবার কিনছেন
নারীত্বের সার্কেল নির্দিষ্ট সামজিক রীতি।
তাইতো বললাম একটা সাইকেল দিও ক্রীং ক্রীং ঘন্টা বাজিয়ে
খবর ওয়ালার মত হাঁকতে হাঁকতে যাবো।
সমাজ তুমি হলে পশু ,পুরুষ তুমি হলে লিঙ্গ
আর নারী সে হলো সমাজের ভোগ লিঙ্গ ।
আরে একটা ব্যানার তো দরকার নারী পরিচয়ের
অনেক তো মা মা খেলা ,অনেক তোমাদের ঈশ্বরের রূপ।
অনেক তোমাদের প্রেমের কবিতা ,অনেক তোমাদের ভোগ বিলাস
এবার একটা সত্যি হোক।
বলো তো কে আমরা শুধু শরীর ? তোমার মা ? তোমার সম্পর্ক?
উত্তর যদি বেঁচে থাকা হয় তোমাদের তবে না নারী স্বাধীনতা।
No comments:
Post a Comment