Sunday, June 5, 2016

সবটাই অন্ধকার

সবটাই অন্ধকার
....................... ঋষি
==============================================
কিছুটা বাকি রয়ে গেলো
কিছুটা একা রয়ে গেল জীবিত কবিতার মত।
কোনো বিষ পাত্রে ঠোঁট রেখে বুঝি
আর কিছুদিন ,তারপর প্রদীপ
সবটাই অন্ধকার।

এতকিছু ছুঁয়ে আছে আমায়
সবুজের রং তবু পিছু ডাকে ,হাতছানি দেয় জীবনের আলো।
এত সম্পর্কের বাঁধ আমাকে ঢেকে
তবু বাঁধ  ভাঙ্গে আমি ভাসি প্লাবনে নিজের গভীরে।
কোনো চিনচিনে টান ,মাটির ব্যাথা
মেটোগন্ধ ,বৃষ্টি দিন
আকাশের রং লাল।
চুপথাকি  বলতে নেই সেই সব আলো
যা চিরকাল অন্ধকারে রয়ে গেলো।

কিছুটা বাকি রয়ে গেলো
কিছুটা একা পথ হাঁটা পৃথিবীর না ফুরোনো গল্প।
কোনো বিষপাত্রে  ঠোঁট রেখে
নিশ্চুপ ইতিহাস
সে যে সর্বদায় জাতিস্মর ভাবনায়। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...