Wednesday, June 1, 2016

খালি বাড়ি

খালি বাড়ি
.............. ঋষি
=========================================
বাড়িটা পুরো খালি পরে
বুড়ো মাস্টারমশায়ের প্রায় অন্ধ হয়ে যাওয়া চোখ।
আর হাতের থেকে গড়িয়ে নামা স্মৃতি
বলেছিলেন  ওদের ভালো হোক।

গ্রাম পেরিয়ে গঞ্জ তারপর শহর তারপর প্রত্যাবর্তন
কোনো নাটকে শেষ সিনে বাউলের গান।
আকাশজোড়া চোখ
বুকের ভিতর একটা খালি কাঠের চেয়ার।
তুমি বসলে পুরো রাজরানী
তোমার গানের মাস্টারের কাছে ফাইনাল ইয়ার পেরোনো তরঙ্গ।
তোরঙ্গটা খালি পরে
যেমন বাড়িটা সবটাই শুধু আবোলতাবোল তুমি ভাবনায়
সুকুমার রায় শুধু কবিতার শৈশব।

বাড়িটা পুরো খালি পরে
বুড়ো মাস্টারমশায়ের দেখতে চাওয়া বইয়ের পাতা।
আর হাতের সাথে আটকে থাকা কাঠের পা
মাস্টারমশাই এখন তোমার সাথে। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...