Friday, June 17, 2016

কিন্তু নদী

কিন্তু নদী
................. ঋষি
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
নদীর ধারে বসে আছি
সামনে হাত পা ছড়িয়ে বেশ নিশ্চিন্ত মনে গভীর তুমি নদী।
সামনের  বাঁকে গিয়ে তোমার শেষ দেখা পেলাম
তুমি আবার অন্য কোথাও ,,কিন্তু নদী।
ভাবলাম একবার চান করতে নামবো তোমার সাথে মিশে
একটা শেষ চেষ্টা তো করা যায়।

নদীর বাঁধানো কোনো ঘাট নেই ,নেই বাঁধা কোনো নিয়ম
আপন তালে ,আপন ছন্দে ,ভাঙা গড়া নিয়ম।
পাড় ভাঙছে ,মিশে যাচ্ছে  নিয়মিত
অথচ হাজারো বদলাবার পরেও তুমি নদী রয়ে গেলে।
ভাবলাম যদি তোমাকে পাড় দিয়ে বাঁধানো হয়
ইশ ঠিক কোনো ড্রেন।
বিরক্তি কর তেতো হয়ে গেলো ঠোঁট
নদীর জলে ঠোঁট রাখলাম ,উফ্ফ্স প্রাণটা জুড়িয়ে গেলো।
একবার ছোট বেলা নদীতে হিসি করেছিলাম
না যদি ড্রেন হয়ে যায় নি ,সব আবর্জনা নিয়ে বয়ে গেছে।
সেই তো ধর্ম নদীর
কিন্তু বদলায় নি।

নদীর ধারে বসে আছি
এখন শুধু তোমার কাছে আছি  নদী , এইসময় হাতের মুঠোফোনে ঝংকার
হ্যালো কি করছো ?
ধুস সবসময় কিছু করতে হবে ,নদীর কাছে আছি।
কিন্তু তবু বলা মেরি জান ভীষণ ব্যস্ত বুঝলে
ভাবনায় নদীর সাথে মেতে। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...