Wednesday, June 22, 2016

টাইটানিকের জাহাজ

টাইটানিকের জাহাজ
.............. ঋষি
===============================================
শব্দ খুঁজছি
অধিকার থেকে পিছলে যাবার রোগ এখন মানুষের।
সারে জাহাসে আচ্ছা ,,,,বেশ বেশ জানি
তারপরের লাইনগুলো অনেকটা ভদ্রলোকের আইনের মতো সহজাত।
কিন্তু সঙ্গত কারণ ছাড়া এখন মানুষ পাওয়াটা
গৃহস্থের প্রথম খোকা পাওয়ার মতো।

চলন্তিকার বুকের কাপড় সরালে কি পাওয়া যাবে
শালা মিডিয়াতে হাত দিয়ে ,হাত বেগুনী করে আকাশের রামধনু ছোঁয়া।
নিত্য ও সামাজিক মানুষের বুকে
তলপেটে লাঠি মেরে বলা ,,আরো বেশি নেশা চায়।
নেশা ধর্ম ,নেশা বর্ম ,নেশা বাঁচা
বোকা বাক্সের শাশুড়ি বৌ ,সিনেমার পর্দায় রেমেকি নায়িকা।
সে যদি স্যানি লিওনে হয়
হিট ফুল।
আমাদের মতো  মানুষগুলো একটা উপমা দেওয়ার
শব্দ খুঁজছি।

শব্দ খুঁজছি
সমাজের সাথে বদলানো মানুষের ভিটে বাড়ি।
নো কোয়েশ্চেন,শুধু ভোটের মাইকে শোনা শব্দগুলো ভীত করে
তারপর সারে জাহাসে আচ্ছা আইনি পদক্ষেপ।
মাঝে মাঝে মনে হয়
আইন শালা টাইটানিকের জাহাজ। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...