স্বপ্ন দেখে
.................. ঋষি
=============================================
জীবন যেখানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো
সেখানে কিছু মৃত অধ্যায় জীবিত হতে চায়।
সকলে স্বপ্ন বলে ,স্বপ্ন বোঝাই বিশাল বড় জাহাজ মস্তিষ্কের শিরায়
স্বপ্ন খালাস হয় ,তারপর বিলি।
মানুষের স্বপ্নগুলো মানুষের মতোই ভাবনায়
কোনটা বিশ্রী ,,কোনটা বা স্বপ্নের মতো।
অনেকটা পথ হাঁটার পর
জীবনের প্রতিটা মোড়ে যখন ট্র্যাফিক জ্যাম।
সম্পর্কের গাড়িগুলো পিছনে পিছনে ঠেকে রাস্তার অপেক্ষা করে
ঠিক তখন আরোহী স্বপ্ন দেখে।
ঘামতে ঘামতে ভাবতে থাকে গন্তব্যের তুমুল আশ্রয়কে
কখনো অসভ্যের মতো রাস্তায় পানের পিক ফেলে।
কখনো বা বাপবাপান্তর করে অপেক্ষার নামে
রোজকার হ্যাপা এই বাঁচা
তাই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে।
জীবন যেখানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো
সেখানে কিছু মৃত পরিচয় আলাদা করে পরিসর চায়।
যেন কোনো সবুজ পুরোনো শ্যাওলা ধরা দেওয়াল
সকলে বাইতে থাকে।
মানুষগুলো দেওয়ালের ওপর দাঁড়াতে ভালোবাসে
পড়তে পড়তে উঠে দাঁড়ায় তবু স্বপ্ন দেখে।
.................. ঋষি
=============================================
জীবন যেখানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো
সেখানে কিছু মৃত অধ্যায় জীবিত হতে চায়।
সকলে স্বপ্ন বলে ,স্বপ্ন বোঝাই বিশাল বড় জাহাজ মস্তিষ্কের শিরায়
স্বপ্ন খালাস হয় ,তারপর বিলি।
মানুষের স্বপ্নগুলো মানুষের মতোই ভাবনায়
কোনটা বিশ্রী ,,কোনটা বা স্বপ্নের মতো।
অনেকটা পথ হাঁটার পর
জীবনের প্রতিটা মোড়ে যখন ট্র্যাফিক জ্যাম।
সম্পর্কের গাড়িগুলো পিছনে পিছনে ঠেকে রাস্তার অপেক্ষা করে
ঠিক তখন আরোহী স্বপ্ন দেখে।
ঘামতে ঘামতে ভাবতে থাকে গন্তব্যের তুমুল আশ্রয়কে
কখনো অসভ্যের মতো রাস্তায় পানের পিক ফেলে।
কখনো বা বাপবাপান্তর করে অপেক্ষার নামে
রোজকার হ্যাপা এই বাঁচা
তাই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে।
জীবন যেখানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো
সেখানে কিছু মৃত পরিচয় আলাদা করে পরিসর চায়।
যেন কোনো সবুজ পুরোনো শ্যাওলা ধরা দেওয়াল
সকলে বাইতে থাকে।
মানুষগুলো দেওয়ালের ওপর দাঁড়াতে ভালোবাসে
পড়তে পড়তে উঠে দাঁড়ায় তবু স্বপ্ন দেখে।
No comments:
Post a Comment