জিন্দা রেহনা জিন্দাবাদ
............. ঋষি
==================================================
নিরুদ্দেশ কোনো উদ্দেশ্যকে সাক্ষী করে
সমাজতর সামাজিকতা।
নিরুদ্দেশ যেখানে মানবিকতা আর মানুষ জন্ম
আর অধিকার।
প্রতিবাদ শুয়ে থাকে খালি পেটে বহুদিন রাস্তার পাশে কুকুরের মতো
আর সামনে দিয়ে মিছিল যায় ,,জীবন।
আহত যুদ্ধের মানুষগুলো শুয়ে থাকে কুকুরের পাশে
ক্যাত করে পেটে এক লাথি।
জবাব চাই ,জবাব দেও ,,,আঙ্গিক কোনো মিছিলের প্রশ্ন যখন।
শালা জবাব শুয়োরের বাচ্চা ,,,,,,,, বস্তিপাড়ার লাইনে দাঁড়ানো মেয়েছেলে
গায়ে বাসি ,পচা গন্ধ ,আর পেটে নাম না জানা বীর্যের সমাজ।
হাসি পাচ্ছে সস্তার মদে নেশা দৈনন্দিন মানুষের
আর বাঁচার জন্য কারণ সঙ্গত ,
শালা বাঁচছি তাই।
নিরুদ্দেশ কোনো উদ্দেশ্যকে সাক্ষী করে
রাস্তায় দাঁড়িয়ে কর্পোরেশনের মর্গের গাড়ি।
সমাজ বুড়িটা চুল পেকে গেছে ,বুক ঝুলে গেছে প্রয়োজন শেষ
এখন শুধু বাঁচার আগুন মুর্দাবাদ আর জিন্দা রেহনা জিন্দাবাদ।
............. ঋষি
==================================================
নিরুদ্দেশ কোনো উদ্দেশ্যকে সাক্ষী করে
সমাজতর সামাজিকতা।
নিরুদ্দেশ যেখানে মানবিকতা আর মানুষ জন্ম
আর অধিকার।
প্রতিবাদ শুয়ে থাকে খালি পেটে বহুদিন রাস্তার পাশে কুকুরের মতো
আর সামনে দিয়ে মিছিল যায় ,,জীবন।
আহত যুদ্ধের মানুষগুলো শুয়ে থাকে কুকুরের পাশে
ক্যাত করে পেটে এক লাথি।
জবাব চাই ,জবাব দেও ,,,আঙ্গিক কোনো মিছিলের প্রশ্ন যখন।
শালা জবাব শুয়োরের বাচ্চা ,,,,,,,, বস্তিপাড়ার লাইনে দাঁড়ানো মেয়েছেলে
গায়ে বাসি ,পচা গন্ধ ,আর পেটে নাম না জানা বীর্যের সমাজ।
হাসি পাচ্ছে সস্তার মদে নেশা দৈনন্দিন মানুষের
আর বাঁচার জন্য কারণ সঙ্গত ,
শালা বাঁচছি তাই।
নিরুদ্দেশ কোনো উদ্দেশ্যকে সাক্ষী করে
রাস্তায় দাঁড়িয়ে কর্পোরেশনের মর্গের গাড়ি।
সমাজ বুড়িটা চুল পেকে গেছে ,বুক ঝুলে গেছে প্রয়োজন শেষ
এখন শুধু বাঁচার আগুন মুর্দাবাদ আর জিন্দা রেহনা জিন্দাবাদ।
No comments:
Post a Comment