Friday, June 10, 2016

দেরী হয়ে গেছে

দেরী হয়ে গেছে
...................... ঋষি
========================================
দেরী হয়ে গেছে খুব
চৈত্রের শুকিয়ে যাওয়া সবুজ থেকে মুহুর্তের হলুদে ,
কোনো ক্রিটিকাল আলাপনে উঠে আসছে না পাওয়া।
দাঁড়িয়ে আছি মাঝরাস্তার উপর
সামনে দিয়ে একের পর এক গন্তব্যে এগোনো সময়
রাস্তার পাশে খিদের দরবার।

শাজাহান মরে গেছে কবে
এই ভারতবর্ষের বুকে পা দিয়ে চলে গেছে হাজারো সাম্রাজ্যের সফর।
দেরী হয়ে গেছে বারংবার
লাল রক্তে মাটি ভিজে গেছে সময়ের সাথে।
কিন্তু সেই তো আমি দাঁড়িয়ে একাকি নির্বাক
কোনো নিঃস্ব উদ্ভিদের মত চেপে ধরেছে শেষ ইচ্ছা মাটিতে।
মানুষ যেখানে ভিজে যাচ্ছে আবার নকল বৃষ্টিতে
আমি সেখানে আসল খুঁজছি
আজ প্রায় কয়েকশো যুগ আমার পায়ে আটকানো শিকল
এগোতে পারছি না
আবার পিছিয়ে গিয়ে সময়ের মত ফুরোতে

দেরী হয়ে গেছে
চৈত্রের শুকিয়ে যাওয়া নদী এখন প্রায় মরুভূমির মত তৃষ্ণার্ত।
কোনো কৌতুকের  স্টেজে একের পর এক আবর্তন
নাটকের শেষ সিনে সক্রেটিস দাঁড়িয়ে।
হাতে হেমলক বিষ
নিঃশ্বাস আর বিশ্বাসে বেঁচে থাকা।

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...