Saturday, June 18, 2016

কোনোদিন

কোনোদিন
............... ঋষি
===================================================
কোনোদিন  প্রশ্ন করিস না কেমন আছি
তবে মিথ্যে বলতে হয়।
কোনোদিন কাছে ডাকিস না কানের কাছে ফিসফিস
তবে একলা থাকতে হয়।
যদি ভালোবাসিস তবে কোনোদিন দূরে থাকিস না
তবে দূরত্বে থাকিস।

এতো  যে মনোযোগ সব
এতো যে যোগাযোগ সব কোনো  অনিশ্চয়তার ইতিহাস দিয়ে হেঁটে চলা।
হাজারো বছর পর বনলতা দরজা খোঁজে
সময়ের কাছে ফেরি করে ফেরে মনের  সমস্ত  বাসনা।
একলা থাকাটা অভিশাপ না
একটা ইতিহাস ,
যা লেখা থাকে সেই রূপকথার দেশে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী জুড়ে।
মৃত্যু কাঠি সরিয়ে রেখে জীবন কাঠি ছুঁই
আর বনলতা বদলে চলন্তিকা
তোর সাথে রই।

কোনোদিন  প্রশ্ন করিস না কার সাথে আছি
তবে মিথ্যে বলতে হয়।
কোনো কাছে আসিস না জীবন জুড়ে যন্ত্রনা
তবে তোর সাথে থাকতে হয়।
যদি ভালোবাসিস তবে কোনোদিন একলা থাকিস না
শুধু ভুলে থাকিস। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...