Sunday, June 5, 2016

মিস্টার মৈত্র আপনাকে বলছি

মিস্টার মৈত্র আপনাকে বলছি
................ ঋষি
=====================================================
আগুন নিয়ে খেলার খুব শখ আপনার
মিস্টার মৈত্র আমার দিকে তাকান।
জানি মেয়েরা ষোলো পেরোলো ফুল থেকে নারী হয়ে যায়
জানি আপনি আমার বাবার বন্ধু স্থানীয়।
কিন্তু তবু আপনাকে নাম ধরে ডাকতে আমার লজ্জা নেই
লজ্জা নেই আপনাকে নেহাত বুড়ো বজ্জাত বলতে।

কি বলেছিলেন সেদিন
আজ এই আদালতে সকলের সামনে মাথা তুলে বলুন।
কি হলো চোখ তুলুন মশাই ,চোখ তুলুন
বয়েস বাড়লেও পুরুষের মন,দাবী থাকে চিরযুবক এক পতঙ্গ
আর মেয়েরা ষোলো পেরোলেই ফুল।
সে ফুলের অকৃপন ভাবে গন্ধ বিলানোই কর্তব্য
পতঙ্গ কে না বলাটা নাকি মস্ত বড় ভুল।
আরে মশাই সেদিন আপনি একটু ভুল বলেছিলেন
ষোলো  পেরোলে মেয়েরা  আগুন হয়ে যায়
আর আপনারা তখন নেহাত শিশু।
ইচ্ছে করলে আপনাদের সমাজ থেকে পিঁপড়ের মতো মেরে ফেলা যায়
কিংবা দেখা যায় মজা ,আপনাদের নির্বোধ প্রেমের।

আগুন নিয়ে খেলার খুব শখ আপনার
দেখুন আজ আপনার সামনে দাঁড়িয়ে সেই ষোলো পেরোনো আগুন।
আবার জানুন ,আগুন শুধু সংসারের প্রদীপ নয়
কিংবা পুরুষের জানুসন্ধির শান্তি।
মিস্টার মৈত্র মেয়েরা শুধু শরীর হয় না
মা ,বোন ,কন্যা আরো অনেক সম্পর্কের অধিকারী হয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...