Thursday, June 16, 2016

পরিচিত জ্বর

পরিচিত জ্বর
.............. ঋষি
============================================
নিরুপায় মেঘে কাগজের নৌকো ভেসে যায়
ঠিক এই সময় হাতের মুঠোফোনে আলোড়ন।
কারণ অকারণে দূরত্ব বুঝিয়ে যায়
ভেজা পরিচয়।
পরিচিত  আমি ,তুমি ,আমরা
সকলে আরো পরিচিত হতে চাই।

না না কোনো অঘোষিত সন্ধ্যের আলো
আজকের দিনটা কোনো বৃষ্টি ভেজা জ্বর ,সর্দি ,কাশি আর সন্ধি।
সব নিয়ে যদি কবিতা লেখা যায়
থুড়ি
সব নিয়ে যদি কোনো কবিতা আঁকা যায়।
ক্যানভাসে তবে প্রথম রং কালো
তারপর লাল ,নীল আর সাদাদের আবদার।
হাতের তুলিতে মুহু মুহু ছুঁয়ে  যায় পারদের বাড়তে থাকা তাপ
চেনা থার্মোমিটার জানে
জ্বর সাথে মনখারাপ।

নিরুপায় মেঘে সাইকেলে রোদ ঘন্টা
হাতের মুঠোয় ঘুমিয়ে থাকা স্পর্শ।
দেরাজে রাখা কবিতার খাতায় চরাচর
জ্বরের চোখে দৃশ্য বিমর্ষ।
সবকিছু বুঝি না বোঝা আমি  নিরুপায়
পরিচিতি তোর দূরত্ব আলোকবর্ষ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...