Friday, June 10, 2016

প্রান্তিক শহর

প্রান্তিক শহর
.................... ঋষি
=================================================
তোমরা ঘাস কেটে বানিয়ে  চলেছো প্রান্তিক  প্রান্তর
আর আমার হৃদয়ে লাগানো ছুড়ি
তোমার  ভিতর।
তোমরা কবিতার খাতায় লিখতে চাইছো হিসেব
আর আমার ভিতর তুমি বসে
আস্ত একটা শহর।

আমার প্রথম সবকিছু জানে
এই স্পর্শ  হারানো এই শহর আর  সবুজ রক্তের শোক ।
মুখো মুখি বসি
তুমি ,তোমরা আর আমি ধর্মাশক।
কতদিন হাসি নি আমি জীবিত এই কবিতার ফাঁকে
অনেকে বলে আমি নাকি অকাজের ঢেকি
আর নিজের ভিতর আমি একটা  অন্য লোক।
এই সব মন বানানো ছন্দ
তোমরা কবি
আর আমি নিরাসক্ত মধ্যবিত্ত ভদ্রলোক।

তোমরা ঘাস কেটে লিখে চলেছো শহরের ছন্দে
আমার হৃদয়ে অন্য দেরাজ আছ
আস্ত একটা তুমি।
তোমরা কবিতার খাতে লিখতে চাইছো কারণ
আমি তোমার বুকের ভিতর
কোনো প্রান্তিক শহর। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...