Saturday, June 25, 2016

আজকের দিন

আজকের দিন
................... ঋষি
================================================
অরিত্র আমার বন্ধু
ফিরে আসছে রেল লাইন কাটা শরীরটা ,তোর মুন্ডুটা , গলাটা তোর
অবিকল শুনতে পারছি চেতনায়
অরিত্র তোর গলা
ফিরে আসছে ট্রেন ,চেনা রেল লাইন ,ছেলেবেলা
যাহ ,,,,,, আর তোর গলা পাচ্ছি না

শুকিয়ে ফিরে আসা সেই মুখ
অরিত্র তোর মা কাঁদছে ,কাঁদছি আমরা তোর বন্ধুরা আজকের দিন।
জানিস তো ফিরে আসে প্রতিবার ,প্রতিবছর ,বারবার
সেই বার শান্তিনিকতনি মেলাতে ,হ্যা সেই প্রিয়াকে মনে পড়ে
বিয়ে হয়ে গেছে রে ,দুটো বাচ্চার মা।
এসেছিল তোর শ্রাদ্ধর দিন ,কেঁদেছিল তুই বুঝিস নি বলে
আমরা বুঝি না এখনো  ,কে অবুঝ ?
সেই বাঁকুড়ার পোড়া মাটির নীল ঘোড়াটা
আজ আকাশের  মেঘে দেখছি ,তুই মনে হয় রাজপুত্র ,
কোথাও দূরে ,দূরে কোথাও।

অরিত্র আমার বন্ধু
ফিরে আসছে  দিন আবার চলে যাচ্ছে স্টেশন ,বছর ঘুরে আবার।
অবিকল সেই দিনের মতো
আমরা বন্ধুরা  জমায়েত করেছি চায়ের দোকানে ,তুই বাদে।
কেউ বলছি না তোর কথা ,কেউ বলতে চাইছি না
কিন্তু মনে আছে ,আজকের দিন ,তুই আর নেই।


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...