Wednesday, June 1, 2016

আদুরী নিজের কথা বল

আদুরী নিজের কথা বল
............. ঋষি
=======================================
আদুরী গল্প বল
বিকেল থেকে সন্ধ্যা তারপর সকাল ,
তার গল্প।
তুই এখনো কিছুতেই বললি না আকাশ ভাঙ্গার গল্প
আচ্ছা যদি না বলতে চাস বলিস না ,
তবে আজ একটু অন্য কিছু বল।

কি হলো যাচ্ছিস কোথাই?
এখনো রাত্রি নামে নি ,এখনো আকাশের চাঁদ
না আমি দেখতে পাচ্ছি না ,
যাস না।
কথা বল আদুরী কোনো ভিন দেশী গল্প
আচ্ছা না হয় নিজের কথা বল।
আচ্ছা না হয় মনের কথা বল
যাস না এমন পিছন ফিরে রাস্তার বাঁকে।
যদি হারিয়ে যাস
ফিরবি কি করে ?

আদুরী গল্পটা বল
মানুষ ,সময় ,হৃদয় তিন আশ্চর্যের মিলনে।
এই সম্ভার।
আচ্ছা তবে তুই সময়ের কথা বল।
আচ্ছা যদি না বলতে চাস বলিস না
কিন্তু যাস না। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...