Saturday, June 4, 2016

নিজের নিয়মে

নিজের নিয়ম
..................... ঋষি
===============================================
যে যত্নকে ছুঁয়ে দিলে
প্রত্নতাত্বিক শরীরে সবটাতে নগ্নতা।
যেখানে কোনো পাঁচিল দেওয়া কোনো আকাশ নেই
আছে কিছু আলাপন আর মগ্নতা।
মাতাল পৃথিবী মাঝে মাঝে হেঁটে যায় স্মৃতির দরজায়
সবটাই সেখানে একলা নিসঙ্গতা।
.
সবটাই বলি নি তোকে চলন্তিকা
বারো হাত কাপড়ে কোথাও কোনো আলাপন নেই ,নেই স্পন্দন।
তোর বুকের ভাঁজে যেখান থেকে অন্ধকার শুরু হয়
সেখানে নেই কোনো স্পর্শের আতরের গন্ধ।
সবটাই বন্যতা
তোকে মাঝরাতে লুঠ করে কোনো সমাজিক দাগ
সেখানে কোনো আলো নেই।
সবটাই নিয়ম আর নিয়তির মেলবন্ধন সময়ের হাত
সবটাই নীরবতা।
.
যে যত্নকে ছুঁয়ে দিলে
আদর নামে তোর ঠোঁটের ডার্ক লিপস্টিকে।
যেখানে পাঁচিল দিয়ে হাঁটতে হাঁটতে ধরা দেয়
কোনো মুক্তির নীল আকাশ।
সেখানে নগ্ন তুই ভীষণ রকম নিজের নিয়মে
চলার ছন্দে গভীর আনন্দ।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...