Tuesday, June 7, 2016

যদি এমন হয়

যদি এমন হয়
.............. ঋষি
==================================================
আমাকে কি বলতে পারিস তুই ?
সারা শহর জুড়ে যদি গড়ে দি কোনো স্বপ্ন বাস,
ডিজেল,কার্বনের ধোঁয়াকে কোনো মন্ত্রবলে করে দি সুন্দরী সুবাস।
আমাকে কি বলবি তুই ?
যদি সারা শহরের বিজ্ঞাপনী নগ্নতা মোনালিসা হয়ে হাসে,
যদি শহরের মানুষ ,মানুষের কবিতা ভালোবাসে।
 
কি বলবি তুই
যদি সুনীলবাবু নীরাকে নিয়ে আরেকটা জন্ম লেখে
যদি জীবনানন্দ ট্রাম রাস্তাতে জন্মের কবিতা লেখে।
কি হবে তবে?
যদি গ্যালিলিও ওই দুরবীক্ষণে অন্য পৃথিবী দেখে
যদি কোপারনিকাস সূর্যকে ছেড়ে মাটির পৃথিবীতে হাঁটে।
কি হতে পারে ?
যদি মাইকেলেঞ্জেলো ছবি ছেড়ে দিয়ে অঙ্কতে মেতে যায়
রঁদ্যা,পিকাসো তুলি ছেড়ে দিয়ে বাঁশি নিয়ে গান গায়  ।
কি বলবি তুই ?
যদি নবারুণ মৃত্যু নিয়ে প্রেমের কবিতা লেখে
যদি তসলিমার প্রমিকা হৃদয় যুবক  প্রেমিকের হয়ে যায়।

আমাকে কি বলতে পারিস তুই
সারা শহর জুড়ে যদি গড়ে দি কোনো প্রেমের নিবাস
যেখানে শুধু ফুটপাত জুড়ে আনন্দ আর তার ইতিহাস ।
আমাকে কি বলবি তুই ?
যদি শহরের রাজনীতি স্লোক ,কবিতা হয়ে যায়
যদি শহরের অন্ধকার সব সবুজের ঘর হয়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...