Tuesday, June 28, 2016

শেষ না হওয়া গল্প (১)

শেষ না হওয়া গল্প (১)
............... ঋষি
===========================================
শেষ গল্পটা থেকে হাঁটতে হাঁটতে
তোমার বিছানা বালিশে কেমন একটা আদর মাখামাখি।
কখন যেন আকাশ থেকে জ্যোৎস্না নেমে
তোমার পায়ের পাতা পেরিয়ে হেঁটে গেছে আমার পায়ের সাথে।
পথ আর পথিক
তুমি আমি দূরত্বের আর তেইশ  দিন।

কোনো ধ্রুবক দিনের সংখ্যা পেড়িয়ে
পথে পা রাখি ,,তোমার পায়ের  পাতা ছুঁয়ে ,তোমার হৃদয়ের সাথে
পথ চলা চিরদিন।
সময় ফুরিয়ে যায় বারংবার কিন্তু না ফোরানো কথাগুলো
আঁকিবুঁকি টানে তোমার মনের ভাঁজে
কখনো বা শরীরের কিছু অদেখা সাময়িক লিপি।
লিপস্টিকে আঙ্গুল ছুঁয়ে দেখি
জ্বলে যাওয়া বুকের আগুনে কেমন একটা আদুরে কম্পন।
কম্পন মাত্রার হেক্টরস্কেলে ইচ্ছা যদি বাঁধ ভাঙে
আর আমি বয়ে যাওয়া কবিতা তোমায় জুড়ে।

শেষ গল্পটা দিয়ে হাঁটতে হাঁটে
তোমার বিছানার চাদরে রেখে যাওয়া অনন্ত সময়ে ওম গভীরে।
কখন যেন আকাশ থেকে তারারা হঠাৎ কাছে এসে পরে
খুব কাছে তারা খসে।
তুমি আকাশের দিকে মুখ করে জ্যোৎস্না মাখো
আর আমি শুধু তারা খসা দেখি। 

No comments:

Post a Comment

হারানোর কবিতা

একটা অপ্রিয় জীবন হঠাৎ যদি হারিয়ে যায়  কি এসে যায় তাতে এই শহরের  , ধুলোবন্দি ফটোফ্রেম ,রং ওঠা দেওয়াল ,পুরোনো রেডিওর গান  ফিসফিস করা তোমার কণ্...