মহা মৃত্যুঞ্জয়
............ ঋষি
================================================
একটা মাটির ঘর
চারদেওয়াল।
আবছা অন্ধকারে হাতের তালুতে হেঁটে চলে সে
ছায়া ভিজে যায়।
জল গড়িয়ে নামে খুব কাছে
কেন ঠিক একলা এমন ভাবা যায়।
একটা আকাশ ঢাকা কোনো স্বপ্নের বাড়ি
বাড়ি খোলা জানলা ,খোলা দরজায় ঘুমিয়ে থাকে দুঃখ।
শান্তির পরশে দমকা হওয়া ছুঁয়ে যায় নিজের মত অধিকার
আর তখনি সে দূরে সরে যায়।
হাতের তালুর ইকিরমিকির ছেড়ে বাঁচতে থাকে আনন্দ
একটা আকাশ খোলা বাড়ি
শান্তির কোনো অজস্র হাতছানি।
আমি এগিয়ে ,তুমি পিছিয়ে ,,আরো অনেকটা গভীরে
তখন মহা মৃত্যুঞ্জয়।
একটা মাটির ঘর
আর ইচ্ছা।
আবছা অন্ধকারে ইচ্ছারা তোমাকে কাছে চায়
যেমন খুশি অছিলায়।
সত্যি কি জল গড়িয়ে নামে চরাচর জুড়ে
তোমার নেশায়।
No comments:
Post a Comment