Wednesday, June 1, 2016

নিজের প্রেমে

নিজের প্রেমে
................... ঋষি
=========================================
আলোর চমক দুরে তুই
বছর ধরে ঘুরতে থাকা আমার আমিটা তোর সাথে।
চবনপ্রাস চেবানো আর এক্সিপেরিমেন্টে ভালো থাকে
ঠান্ডা গরম সব বেহায়া রোগ।
তুই চবনপ্রাস খাস না তাই জ্বরে ভাঙ্গা শরীর
আর শরীরে ভাঁজে শুকনো আমি।

এই সব আমিত্ব সব কবিতার হয়
আসলে জীবনের যাপনের তুই শুধু দূরে থাকা।
এই সব ছুঁয়ে থাকা সবি গল্পে ভালো লাগে
আসলে কি দূরে থেকে ভালো থাকা যায়।
তবু কি করি
এক্সিপেরিমেন্ট নিজের উপর ,নিজের প্রেমে
লোহা চিবিয়ে ভালো থাকতে হয়।
বদহজম ,কষি থেকে গড়িয়ে নামা লাল জল
রাত্রের পেগে নেশাময় প্রেম
এমন করে একা থাকা যায়।

অন্ধকার থেকে দুরে তুই
তোর গলার স্বরটা শুনি নি না  ক্ষতি নেই।
ক্ষতি শুধু ভাবনায়
যদি ভাবনাদের জ্বর হয় তোর মত।
জানিসতো আমার কাছে তোর মত কেউ নেই
আমার কবিতা বিলাসে যাপিত জীবন।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...