আর থাকিস না চুপ
............. ঋষি
==========================================
রাগ করার অধিকার তোর আছে
যেমন আছে কাছে এসে ফিসফিস বলা
আমি আছি।
এইটুকুই বা হারায় কি স্বত্বে
তোর থাকা আর না থাকার জানিস তো
পৃথিবীর আবর্তনের থেকে বেশি।
নিজের থেকে দূরে সরিয়ে রাখা যায়
নিঃশ্বাসে প্রবল আলোড়ন
তুই আছিস।
সকালের সূর্য কানে কানে বলে যায় তোর মত
বাজারের ব্যাগে পাঁচ টাকা ফেরত সিগারেট হারিয়ে যায়
শূন্য ধোঁয়ায় আলুথালু মায়াময় দুটি চোখ।
ঠিক এমন অফিস ফেরত মিনি বাসে
মাঝে মাঝে জানলার ধরে সিট পেয়ে যায়।
মনে হয় তোর শহরের কোলাহল
আলোড়ন বুকে
তোর মত।
রাগ করার অধিকার তোর আছে
কিন্তু দূরে থাকার নেই।
তুই তো আছিস আমার কাছে
আমার ইচ্ছার মোড়কে সাজানো মায়াময়ী রূপ।
রাগ করিস ,বদলাস না প্লিস
আর কতক্ষণ বল এমনি থাকবি চুপ।
............. ঋষি
==========================================
রাগ করার অধিকার তোর আছে
যেমন আছে কাছে এসে ফিসফিস বলা
আমি আছি।
এইটুকুই বা হারায় কি স্বত্বে
তোর থাকা আর না থাকার জানিস তো
পৃথিবীর আবর্তনের থেকে বেশি।
নিজের থেকে দূরে সরিয়ে রাখা যায়
নিঃশ্বাসে প্রবল আলোড়ন
তুই আছিস।
সকালের সূর্য কানে কানে বলে যায় তোর মত
বাজারের ব্যাগে পাঁচ টাকা ফেরত সিগারেট হারিয়ে যায়
শূন্য ধোঁয়ায় আলুথালু মায়াময় দুটি চোখ।
ঠিক এমন অফিস ফেরত মিনি বাসে
মাঝে মাঝে জানলার ধরে সিট পেয়ে যায়।
মনে হয় তোর শহরের কোলাহল
আলোড়ন বুকে
তোর মত।
রাগ করার অধিকার তোর আছে
কিন্তু দূরে থাকার নেই।
তুই তো আছিস আমার কাছে
আমার ইচ্ছার মোড়কে সাজানো মায়াময়ী রূপ।
রাগ করিস ,বদলাস না প্লিস
আর কতক্ষণ বল এমনি থাকবি চুপ।
No comments:
Post a Comment