Thursday, March 24, 2016

মিউজিয়াম

মিউজিয়াম
............... ঋষি
====================================================
মানুষের সহজাত হৃদয়গুলো ভাঙচোর করে
অবশেষগুলো সাজানো মিউজিয়ামে।
ঠিকানা টা জানিস নিশ্চয় , যেখানে প্রাচীন কোনো জলতরঙ্গ বাজে
বুকের ভিতর।
অবাক সময়ের ছবি পান করতে
চিরস্মরণীয় ক্যামেরায় ক্লিক।

আজকাল শিরোনামে আসতে বাহানা লাগে
কতৃত্ব চলে যায় বিজ্ঞাপনি  সঙ্গমে তৈরী অজস্র শীত্কারে।
নেতারা ন্যেতার মত খবর মুছতে থাকে
ভরতে থাকে পকেটে কালো গান্ধীর অন্ধকার মুখ।
এই আমার দেশ
এই দেশে প্রেমে পরা হৃদয় সহজাত প্রতিবন্ধিতা।
আর এই দেশে সেল্ফিতে শরীর
হাসিমুখ সব
ব্লকবাস্টার ক্রিকেটের ছোটো ফর্মাটে  মানুষের এন্টারটেইনমেন্ট। .
সেখানে বিছানার চাদরে প্রেম চটকাতে সকেলেরি ভালো  লাগে
কিন্তু প্রেমের অধিকার  সে তো বিজ্ঞাপনি সঙ্গম।

বড় অশ্লীল বলে ফেললাম তাই না
মিউজিয়ামে রাখা প্রাগৈতিহাসিক স্মৃতিদের ভান্ডারে সময়ের মূল্যবোধ
সবটাই সস্তা এই বাজারে।
নিজের স্কেলিটনের যন্ত্রণা শুধু সময়ের যোগফল
সেখানে প্রেমজ হৃদয়
ওয়ান টাইম ক্যামেরায় ক্লিক ভীষণ কমন। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...