Saturday, March 5, 2016

আলোয় এসো প্লিস

আলোয় এসো প্লিস
.................... ঋষি
=========================================
ঘুম তোমার ক্রিয়াপদ খুলে
চলন্তিকা দাঁড়িয়ে একলা পথের কিনারায়।
তুমি আসছো তো ?
আশ্রয়ের প্রশ্রয়ে বাড়তে থাকা কথোপকথন।
নির্ভেজাল বারান্দা দিয়ে দেখা আকাশের চাঁদ খুলে পরে
রোজ রাত্রে আমার ঘরে বৃষ্টি পরে।

বৃষ্টি আসছে চলন্তিকা
ছাতা আছে তো সাথে ,পায়ের চটিটা প্লাস্টিকের না তো।
স্লিপ খাবে কাদাতে
এ শহরে কাদা জমা অভ্যাস ব্যাঙের সুসুতেও।
এ শহরে রাত জাগা অভ্যেস প্রতি ঋতুতেও
আজ কি বসন্ত উত্সব।
ধুস চলন্তিকা কথা হারিয়ে যাচ্ছে আরেকটু দাঁড়া প্লিস
আমিও আসছি।
ঘুম আসছে না কিছুতেই
কি করে যাবো তোমার কাছে।

ঘুমের ক্রিয়াপদ খুলে
চলন্তিকা আমার আর তোমার দূরত্ব বাঁচতে চাওয়া।
আমার উপমার নিচে তোমার ওড়না
তার নিচে।
আমি দেখতে পাচ্ছি না চলন্তিকা খুব অন্ধকার
একটু আলোয় এসো প্লিস।

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...