চুপচাপ কবিতা
.................... ঋষি
===================================================
অনেকগুলো কবিতা পোস্টারের মত মাথার ভিতর
অথচ কবিরা কেউ জীবিত নেই।
আছে কিছু
তারা কবি ,কলমের নিবে বিপ্লবে ভেজানো সাদা পাতায় জীবিত।
দেশ ,প্রেম ,গর্ভের বর্ণনা ,জন্ম
অথচ কবিতা সে তো আর স্থির নেই ,বড় অস্থির।
বহুবার ভেবেছি
কবিতা কি শুধু নারী ,না কি বর্ণনা।
আবার কখনো মনে হয় কবিতা হলো প্রকৃতি
অথচ গভীর ভাবনায় বারংবার সময়ের বিকলাঙ্গতায় ,,,,,,মনে হয়
কবিতা সে হলো,,,,,,, বিপ্লব।
যুগান্তরের শেষ পাতায় ,,হারিয়ে যাওয়া ভাষার সাথে
কবিতা হলো চুপচাপ। ,,,,,,একটা বিস্ফোরণ
কবির ভিতর ,হৃদয়ের কলমে ,পাঠকের রক্তক্ষরণে।
একটা মাইল স্টোন
পথের হিসেবে দাঁত চেপে সময়ের কাঁটা।
অনেকগুলো কবিতা ফাঁকা রাস্তায় ফ্যাল ফ্যাল করে ঘুরছে
শহরের প্রতিটা গলি মোড়,ফুচকার টক জল ,গরম চায়ের কেটলি।
সব যাযাবরের মত ছবিদের মিছিল
এখন একটা সুখটান দরকার ,সিগারেটের দাম বাড়লো আবার।
কবিতা জন্মাচ্ছে ,কবির শান্তি নেই ,নেই মৃত্যু
আছে সাদা পাতা ভিজিয়ে ফেলা সময়ের রক্তাল্পতায়।
.................... ঋষি
===================================================
অনেকগুলো কবিতা পোস্টারের মত মাথার ভিতর
অথচ কবিরা কেউ জীবিত নেই।
আছে কিছু
তারা কবি ,কলমের নিবে বিপ্লবে ভেজানো সাদা পাতায় জীবিত।
দেশ ,প্রেম ,গর্ভের বর্ণনা ,জন্ম
অথচ কবিতা সে তো আর স্থির নেই ,বড় অস্থির।
বহুবার ভেবেছি
কবিতা কি শুধু নারী ,না কি বর্ণনা।
আবার কখনো মনে হয় কবিতা হলো প্রকৃতি
অথচ গভীর ভাবনায় বারংবার সময়ের বিকলাঙ্গতায় ,,,,,,মনে হয়
কবিতা সে হলো,,,,,,, বিপ্লব।
যুগান্তরের শেষ পাতায় ,,হারিয়ে যাওয়া ভাষার সাথে
কবিতা হলো চুপচাপ। ,,,,,,একটা বিস্ফোরণ
কবির ভিতর ,হৃদয়ের কলমে ,পাঠকের রক্তক্ষরণে।
একটা মাইল স্টোন
পথের হিসেবে দাঁত চেপে সময়ের কাঁটা।
অনেকগুলো কবিতা ফাঁকা রাস্তায় ফ্যাল ফ্যাল করে ঘুরছে
শহরের প্রতিটা গলি মোড়,ফুচকার টক জল ,গরম চায়ের কেটলি।
সব যাযাবরের মত ছবিদের মিছিল
এখন একটা সুখটান দরকার ,সিগারেটের দাম বাড়লো আবার।
কবিতা জন্মাচ্ছে ,কবির শান্তি নেই ,নেই মৃত্যু
আছে সাদা পাতা ভিজিয়ে ফেলা সময়ের রক্তাল্পতায়।
No comments:
Post a Comment