Monday, March 21, 2016

সিঁড়ি

সিঁড়ি
............. ঋষি
============================================
তুমি কেটে কেটে সভ্যতা লিখে যাও
সিন্ধু ,মহেঞ্জদরো হয়ে সভ্যতার কপালে বিন্দু বিন্দু ঘাম।
জড়ানো সিঁড়ি বেঁয়ে ওঠার অভিজ্ঞতা
বর্তমান জীবনে পাকদন্ডি ঘুরে বেশ কয়েকশো সময়ে ভিড়।
নির্দিষ্ট মানসিকতায় ক্রমশ প্রকাশ্য
আজকের দিন।

আমি কিছু বলি নি
আসলে বলতে পারি নি ,,ওপর থেকে সভ্যতা দেখার লোভ।
বন্দুকের নলে চড়ে বারুদের গন্ধ পাওয়াটা
কোনো ক্ষেত্রে মৃত্যু মত আনসল্ভড কিছু চাহিদা।
কিন্তু প্রতিবাদ জেগেছে মনের গভীরে
মাথা তোলা ইচ্ছাগুলো যখন তখন শহরের জ্যামে,
শরীরে ঘামে আনাচে কানাচে বাঁচবার লোভ।
সিঁড়ি বেয়ে ওঠার অভিজ্ঞতা
সিঁড়ির ধাপগুলোকে আরো আহত করে
ওপর থেকে সভ্যতা দেখার অভ্যাস।

তুমি কেটে কেটে সভ্যতা লিখে যাও
সময়ের প্রতিটা টার্নে একটা করে জেব্রাক্রসিং ,রেড লাইট।
মানুষগুলো দাঁড়িয়ে অপেক্ষায় অনেকদিন
আমিও আছি ওদের সাথে ,ঘামের গন্ধে সময়ের কাছে।
গন্ধটা পাচ্ছি শুকিয়ে  যাওয়া রক্তের
নাকে রুমাল দিয়ে সরে যেও না প্লিস। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...