আমাদের ভাবনার
............. ঋষি
=========================================
উপর থেকে তিস্তা কে
বড় ক্লান্ত দেখছি আজ ,,শেষ কদিন।
শুকিয়ে যাওয়া মুখে হাসি নেই
রয়ে গেছে পাথরে লেগে থাকা চটচটে স্মৃতি।
আর আঠার চোখে
কয়েকশো পাগলের কল্পনা ,,, কবি বোধ হয়।
কবি মাছ ধরবে
তিস্তার পা ডোবানো জলে শীতল শরীর।
ভিজে যাওয়া আকাঙ্খার প্রেমিকার শরীরের গুপ্ত গলি
ওগো শুনছো কবি।
ঝরনার ভিজে বাতাসে একটু শীতলতা থাকে
অথচ দৃষ্টির বাইরে
রক্তের দাগ।
কবি তিস্তা কেমন আছে
প্রশ্ন করেছিলাম সময়ের তারিখে বিপর্যস্ত আবহাওয়াকে।
উত্তরে কবি হাসছেন
আর সেই হাসিতে তিস্তা লেগে আছে।
ক্রমশ শুকিয়ে যাচ্ছে কন্ঠ
তৃষ্ণা বুকে
শীতল জল ,,,,হাহাকার।
উপর থেকে তিস্তা কে
দেশের খালবিলের মতন খুব সাধারণ লাগছে।
পাথরে ফেলছে বুক ,,, আশা
তিস্তার ফুসবে আবার ঘর অনাহুত খিদেতে।
মৃত্যু নিশ্চিত কবি
তোমার ,আমার আর আমাদের ভাবনার।
............. ঋষি
=========================================
উপর থেকে তিস্তা কে
বড় ক্লান্ত দেখছি আজ ,,শেষ কদিন।
শুকিয়ে যাওয়া মুখে হাসি নেই
রয়ে গেছে পাথরে লেগে থাকা চটচটে স্মৃতি।
আর আঠার চোখে
কয়েকশো পাগলের কল্পনা ,,, কবি বোধ হয়।
কবি মাছ ধরবে
তিস্তার পা ডোবানো জলে শীতল শরীর।
ভিজে যাওয়া আকাঙ্খার প্রেমিকার শরীরের গুপ্ত গলি
ওগো শুনছো কবি।
ঝরনার ভিজে বাতাসে একটু শীতলতা থাকে
অথচ দৃষ্টির বাইরে
রক্তের দাগ।
কবি তিস্তা কেমন আছে
প্রশ্ন করেছিলাম সময়ের তারিখে বিপর্যস্ত আবহাওয়াকে।
উত্তরে কবি হাসছেন
আর সেই হাসিতে তিস্তা লেগে আছে।
ক্রমশ শুকিয়ে যাচ্ছে কন্ঠ
তৃষ্ণা বুকে
শীতল জল ,,,,হাহাকার।
উপর থেকে তিস্তা কে
দেশের খালবিলের মতন খুব সাধারণ লাগছে।
পাথরে ফেলছে বুক ,,, আশা
তিস্তার ফুসবে আবার ঘর অনাহুত খিদেতে।
মৃত্যু নিশ্চিত কবি
তোমার ,আমার আর আমাদের ভাবনার।
No comments:
Post a Comment