Thursday, March 17, 2016

সত্যি বলছি

সত্যি বলছি
................ ঋষি
==============================================
একটা সত্যি লিখছি তোমায় ,চলন্তিকা
ফুরিয়ে যাওয়া বিকেলের ফিরে আসার ,,,,আশাটা
কোনো আশা নয় ,সে যে স্বাবাভিক।
রক্ত মাংসের শরীরে প্রেম জাগবে আবার ঘুমোবে প্রয়োজনে
এটা ভালোবাসা নয়
প্রয়োজন মাত্র।

একটা রাস্তা পেড়িয়ে, অন্য রাস্তা
চলন্তিকা হেঁটেছো কখনো।
অনেক কথার পর সব ফুড়িয়ে যাওয়ার আগে প্রেমিককে বলেছো বোধ হয়
পথ হারানোর মানে।
ক্রমশ ফোনের রিংটোন চলন্তিকা কতবার শুনেছো
টেক ইট গ্র্যান্টেড এন্ড গেটেবেল তো ইউস।
চলন্তিকা প্রেম কখনো ইউস নয়
এ হলো একটা পথ।
তুমি হাঁটবে আমার সাথে ,পাশা পাশি না হোক
একই পথের উপর।

একটা সত্যি লিখছি তোমাকে ,চলন্তিকা
সূর্যের শেষ আলোকরশ্মি  তোমার বুক চিরে ব্লাউজের ভিতর
ওটা এটম বোমা ,প্রেম নয়।
শরীরের বিস্ফোরণ হয় ,বারুদের সান্নিধ্যে
বারুদ সবার থাকে ,কিন্তু থাকে না দেশলাই ,,,প্রেম
শুধু বিস্ফোরণের আশায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...