সময়ের গান
.............. ঋষি
============================================
ভ এ ভয়
ভ এ ভগবান
ভ এ ভালোবাসা।
দূরত্বগুলো একটা ক্রনিকাল স্টেজে মাপতে বসি
উদ্দেশ্যের হাতছানিতে জীবন খোঁজা ফেরা আত্মিক কল্পনা
আর সম্বল বুকের আল্ট্রাসনিক উপলব্ধি।
সেই মহান কল্পনার নাম জীবন
উপস্থিতি স্থির কোনো কেন্দ্রকে আবর্তনে ওঠাপড়া স্পন্দন।
রোজনামচা বেঁচে ফেরা ব্যস্ততার নামান্তর
খুব কঠিন হয়ে যাচ্ছে সময় চলন্তিকা।
পালসেসানে অসংখ্য পরিচয়পত্র
অসংখ্য স্পন্দন।
চলন্তিকা জানিস আজকাল ভয়গুলো জড়ো করে বাক্সবন্দী রেখেছি
আর ভগবান সেই না দেখা ভদ্রলোককে সাক্ষী করেছি।
প্রশ্ন করেছি তোকে
ভালোবাসা সত্যি কি যন্ত্রণার নামান্তর।
একটা অনুভব চেয়েছিলাম তোর কাছে
কিন্তু অনুভবে আজকাল ভ এর গুনোগান।
ভ এ ভয়
ভ এ ভগবান
ভ এ ভালোবাসা।
ভ সর্বস্ব উপলব্ধির সাথে চলন্তিকা একটা মিস ম্যাচ আছে
তাকে নিরুদ্দেশের কল্পনায় সময় বলতে পারি
কিংবা চলন্তিকা সেই বাউলের সুরে ,,,সময়ের গান।
.............. ঋষি
============================================
ভ এ ভয়
ভ এ ভগবান
ভ এ ভালোবাসা।
দূরত্বগুলো একটা ক্রনিকাল স্টেজে মাপতে বসি
উদ্দেশ্যের হাতছানিতে জীবন খোঁজা ফেরা আত্মিক কল্পনা
আর সম্বল বুকের আল্ট্রাসনিক উপলব্ধি।
সেই মহান কল্পনার নাম জীবন
উপস্থিতি স্থির কোনো কেন্দ্রকে আবর্তনে ওঠাপড়া স্পন্দন।
রোজনামচা বেঁচে ফেরা ব্যস্ততার নামান্তর
খুব কঠিন হয়ে যাচ্ছে সময় চলন্তিকা।
পালসেসানে অসংখ্য পরিচয়পত্র
অসংখ্য স্পন্দন।
চলন্তিকা জানিস আজকাল ভয়গুলো জড়ো করে বাক্সবন্দী রেখেছি
আর ভগবান সেই না দেখা ভদ্রলোককে সাক্ষী করেছি।
প্রশ্ন করেছি তোকে
ভালোবাসা সত্যি কি যন্ত্রণার নামান্তর।
একটা অনুভব চেয়েছিলাম তোর কাছে
কিন্তু অনুভবে আজকাল ভ এর গুনোগান।
ভ এ ভয়
ভ এ ভগবান
ভ এ ভালোবাসা।
ভ সর্বস্ব উপলব্ধির সাথে চলন্তিকা একটা মিস ম্যাচ আছে
তাকে নিরুদ্দেশের কল্পনায় সময় বলতে পারি
কিংবা চলন্তিকা সেই বাউলের সুরে ,,,সময়ের গান।
No comments:
Post a Comment